Train Cancelled: টানা ১৯ দিন বাতিল বাতিল ২০০-র বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন! চরম ভোগান্তির সম্ভাবনা

Last Updated : দেশ
Train Cancelled: টানা ১৯ দিন হাওড়া- খড়গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। বাতিল ২০০-র বেশি লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন। ট্রেনের প্রযুক্তিগত কাজের জন্য আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে টানা ১৯ দিন খড়গপুর ডিভিশনের অধীনে হাওড়া খড়গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অনেক ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। খড়গপুর মেদিনীপুর মেদিনীপুর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় দত্ত জানিয়েছে এইভাবে চলতে পারেনা একাধিক লোকের চাকরি চলে গেছে। বহু লোক এখান থেকে সিফট হয়ে কলকাতা চলে গেছে। ইন্টারলকিং এর নাম করে বারবার এভাবে পাবলিকের হারেসমেন্ট ঠিক নয়। দরকার পড়লে বড়সড়ো আন্দোলনের ডাক দেওয়ার হোশিয়ারি দিয়েছেন
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দেশ/
Train Cancelled: টানা ১৯ দিন বাতিল বাতিল ২০০-র বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন! চরম ভোগান্তির সম্ভাবনা
advertisement
advertisement