ভোটের মুখে স্পেস ওয়ারফেয়ারে বড়সড় মাইলস্টোন ছুঁল ভারত। অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সাহায্যে নিজেদের অব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ধ্বংস করল নয়াদিল্লি। আজ জাতির উদ্দেশে ভাষণে এই সাফল্যের কথা জানান প্রধানমন্ত্রী। এরফলে আমেরিকা, রাশিয়া, চিনের পর, মহাকাশে অন্যতম সুপার পাওয়ার হিসেবে উঠে এল ভারত।
Last Updated: Mar 28, 2019, 20:32 IST


