Budget 2020: ধীরে ধীরে সব কর ছাড় তুলে দেওয়া হবে, আজকের বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

Bangla Editor | News18 Bangla | 07:32:43 PM IST Feb 01, 2020

দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে দারুণ সুখবর ৷শর্তসাপেক্ষে  আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷এই প্রথম দেশে দুরকম কর কাঠামোর মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ ৷কর ছাড়ের ১০০টি ক্ষেত্রের মধ্যে ৭০টি ক্ষেত্রের বিলোপ ৷

লেটেস্ট ভিডিও