বিহার, রাজস্থান, কর্নাটকের পর ওড়িশা খুব শিগগিরই ভারতের প্রধান সোনার খনির কেন্দ্র হয়ে উঠতে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ সোনার সন্ধান পেয়েছে ভারতীয় বিজ্ঞানীরা। সুন্দরগড়, নবরংপুর, অঙ্গুল, কোরাপুট, কেওনঝড় মালকানগিরি, সম্বলপুর এবং বৌধ জেলা ছাড়াও আরও বেশ কিছু জেলায় হলুদ ধাতুর খনি থাকার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। নতুন আবিষ্কার ওড়িশাকে ভারতের অন্যতম স্বর্ণসমৃদ্ধ অঞ্চলে পরিণত করবে বলেই মনে করা হচ্ছে। ওড়িশা সরকার, জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ওড়িশা মাইনিং কর্পোরেশন হাতে হাত মিলিয়ে সোনা সন্ধানের কাজ চালাচ্ছে।
Last Updated: April 02, 2025, 19:33 IST