River Erosion: ফুঁসছে ফুলহার। নদী ভাঙনে আতঙ্কে মালদার একাধিক গ্রাম। একই ছবি রায়গঞ্জেও। সেখানে নাগর নদীর পাড় ভাঙছে। আতঙ্কে গ্রামবাসীদের ঘুম উড়েছে। বিগত কয়েক দিনে একশো একরের বেশি চাষের জমি তলিয়ে গিয়েছে নদীতে। আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা।
Last Updated: Jul 18, 2023, 00:18 IST


