Madhya Pradesh to Maldah Cycling: মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে মালদহে এল যুবক! কারণ জানলে অবাক হবেন

Bangla Digital Desk | News18 Bangla | 04:19:02 PM IST Feb 07, 2023

মাটি সংক্ষণের বার্তা নিয়ে মধ্য প্রদেশ থেকে মালদহে সাইকেল চালিয়ে এল যুবক। সাইকেলে চেপেই হাজার হাজার মাইল পাড়ি দিল এই যুবক। প্রতিনিয়ত মাটিতে মিশছে প্ল্যাস্টিকের মত কঠিন বর্জ্য। সচেতনতার অভাব থাকায় অনেকেই মাটিতে নিয়মিত প্ল্যাস্টিক ফেলছেন। আবার চাষের জমিতেই অবাধ রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। তাই মাটির সুরক্ষার দাবিতেই এই পদক্ষেপ নিল এই যুবক।

লেটেস্ট ভিডিও