ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি : করোনা আবহে যেতে হবে না হাসপাতাল বা মেডিকেল কলেজে। মাত্র ৫০০ টাকায় পারবেন করোনার পরীক্ষা করতে। স্বল্প খরচে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করল সিআইআই, ইয়ং ইন্ডিয়ান্স ও ডন বসকো অ্যালুমিনাই। ডন বস্কো স্কুল প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করোনা পরীক্ষার শিবির চলবে। সাধারণ মানুষের সুবিধার্থে স্বল্পমূল্যেই আরটিপিসিআর টেস্টের ব্যাবস্থা করা হয়েছে। দিনে প্রায় ১০০ জন সোয়াব টেস্ট করাতে পারবেন। অনলাইন পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে সংক্রমণ এড়াতে। এই শিবির ২৬ মে, বুধবার চালু হয়। তবে তার দু'দিন পর থেকে কার্যকরী হয়। এদিন সকাল থেকেই অনেকে সোয়াব টেস্টের জন্য লাইনে দাঁড়ায়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই স্বল্পমূল্যে সোয়াব টেস্ট হয়। টেস্টের ৪৮-৭২ ঘন্টার মধ্যেই মিলবে রিপোর্ট। ইয়ং ইন্ডিয়া শিলিগুড়ি বেল্টের চেয়ারম্যান লেখরাম নায়োলিওয়ালা জানান, ইদানিংকালে শিলিগুড়িতে করোনার আরটিপিসি-আর পরীক্ষার মূল্য প্রায় বেলাগাম। এরজন্য অনেক সাধারণ, মধ্যবিত্ত পরিবারের মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই নূন্যতম মূল্য ৫০০ টাকায় এই পরীক্ষার আয়োজন করতে পেরে ভালো লাগছে। তিনি জানান, দৈনিক ১০০ জনের এই পরীক্ষা করা হচ্ছে শিলিগুড়ির ডন বস্কো স্কুল প্রাঙ্গণে। এদিকে, ইয়ং ইন্ডিয়া শিলিগুড়ি বেল্টের কো-চেয়ারম্যান রোহিত তিওয়ারি জানান, আধার কার্ড বা স্থানীয় যেকোনও নথি থাকলেই সকাল ৯টা থেকে দুপুর ২টোর মধ্যে বন বস্কো স্কুল প্রাঙ্গণে এলে মে কেউ এই পরীক্ষা করাতে পারবেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই এই উদ্যোগ। পাশাপাশি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ সিআইআই'য়ের ইমিডিয়েট পাস্ট চেয়ারম্যান সনজিৎ সাহা জানান, তাঁরা প্রচারবিমুখী। তবে যাঁদের সত্যিই প্রয়োজন তাঁদের জন্য সিআইআই-ওয়াইআই সদা প্রস্তুত। এদিন সনজিৎবাবু এও আশ্বস্ত করেন যে যতদিন প্রয়োজন ততদিন এই উদ্যোগ সমাজের স্বার্থে মানুষের জন্য চলবে। এই অতিমারীকালে যখন চারিদিকে অক্সিজেন থেকে ওষুধের কালোবাজারির ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। সেখানে সিআইআই-ওয়াইআই'য়ের ৫০০ টাকায় করোনার পরীক্ষার এই উদ্যোগ আশার আলো দেখাচ্ছে অনেক মানুষকে। বলাবাহুল্য এই অনন্য উদ্যোগ বহু মানুষকে উৎসাহিত করবে। তাই তাঁদের এই কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় থেকে শুরু করে গোটা শহরবাসী।