তমলুক জেলা হাসপাতালে এক্স - রে সেন্টারে যাওয়ার রাস্তা বেহাল

Bangla Editor | News18 Bangla | 02:32:06 PM IST Jun 17, 2021

তমলুক জেলা হাসপাতালে এক্স - রে সেন্টারে যাওয়ার রাস্তা বেহাল। জেলা হাসপাতালের ভ্যাকসিনেশন কেন্দ্রে মানা হচ্ছে কোভিড বিধি।

তমলুক:  পূর্ব মেদিনীপুর জেলার সদর হাসপাতাল চত্বরে যাতায়াতের রাস্তা দিন দিন বেহাল হয়ে উঠছে।  জেলা হাসপাতালের এক্স-রে সেন্টারে যাওয়ার রাস্তায় বৃষ্টির পর জন্য প্রচুর কাদা। হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা সমস্যার মুখে। উপায় না থাকায় কাদা ভেঙে যাতায়াত করছে এক্স রে সেন্টারে।

লেটেস্ট ভিডিও