জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব মকর তথা টুসু। সারা বছর পুরুলিয়াবাসী এই উৎসবের অপেক্ষায় থাকেন। জেলার বিভিন্ন নদীর ঘাটে মকরের আয়োজন করা হয়। অন্যতম পুরুলিয়ার কঁসাই নদীর পাড়। এই কাঁসাই নদীর পাড় যেন হয়ে ওঠে এক টুকরো গঙ্গাসাগর। কাতারে কাতারে মানুষের ঢল নামে এই ঘাটে। সরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল চোডল প্রতিযোগিতা, টুসু গানের প্রতিযোগিতা। মূলত নব প্রজন্মের মধ্যে এই উৎসবের প্রসার ঘটাতে এই আয়োজন করা হয়েছিল। বিগত বছরের তুলনায় এ'বছর বেশি মানুষের সমাগম হয়েছিল কাঁসাই নদীর ঘাটে
Last Updated: Jan 15, 2026, 20:58 IST


