Durga Puja 2022 : পুজোর আগে আপামর বাঙালির শপিং ডেস্টিনেশন হাতিবাগান

Bangla Digital Desk | News18 Bangla | 02:03:47 PM IST Sep 23, 2022

কথায় বলে, হাতিবাগানে খুঁজলে বাঘের চোখও পাওয়া যায়। সেই সুদূর ইতিহাস থেকে বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে হাতিবাগান মার্কেট। কেউ কেউ আবার শুধু বলেন হাতিবাগান। পুজোর আগে আপামর বাঙালির যেন একটাই স্লোগান, উঠল বাই তো হাতিবাগান যাই! হেন কিছু নেই যা এখানে পাওয়া যায় না। তাই শপিং মল, বুটিকের রমরমার যুগেও হাতিবাগান অনন্য, দাঁড়িয়ে আছে সকলের প্রিয় মার্কেটিং ডেস্টিনেশন হয়ে।

লেটেস্ট ভিডিও