রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর অথবা সিইও দফতরের নতুন ওয়েবসাইট চালু হল৷ এই ওয়েবসাইটেই মিলবে ২০০২ সালের ভোটার তালিকা৷ এসআইআর ঘোষণার পরেই ক্র্যাশ করে সিইও দফতরের পুরনো ওয়েবসাইট৷ কারণ একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ সিইও দফতরের ওয়েবসাইট তথ্য অনুসন্ধান করেন৷ যার ফলে কাজ করছিল না ওই ওয়েবসাইট৷ এর পরই ভোটারদের সুবিধায় সিইও দফতরের এই নতুন ওয়েবসাইট চালু করা হল৷
Last Updated: October 31, 2025, 20:52 IST