অসমে জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে বিভিন্ন স্টশনে রেল অবরোধ করলেন মতুয়া মহাসংঘ৷ উঃ ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে অবরোধ করেন তাঁরা৷ অবরোধ করেন দমদম স্টেশনেও৷ অফিস টাইমে এই অবরোধে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা৷ ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ মেন শাখায়৷
Last Updated: August 01, 2018, 13:06 IST


