ভি়ডিও| সারা জীবন দেশের সেবা করে এই আলাপনের পাওনা? প্রশ্ন মমতার

Bangla Editor | News18 Bangla | 12:06:38 AM IST Jun 24, 2021

আলাপন (Alapan Bandyopadhyay) কাণ্ডে পিছু তো হটছেই না কেন্দ্র বরং শাস্তিমুলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে। এবার আরও একবার প্রিয় প্রাক্তন মুখ্যসচিবের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলাপন কাণ্ডের কেন্দ্রের পদক্ষেপকে অস্কার ওয়াইল্ডের সেলফিস জায়েন্ট গল্পের দৈত্যের স্বার্থপরতার সঙ্গেই তুলনা করলেন। মমতা মনে করিয়ে দিচ্ছেন, দিন কয়েক আগেই আলাপন বন্দ্যোপাধ্যায় ছোট ভাইকে হারিয়েছেন। হারিয়েছে মাকেও। মমতার প্রশ্ন, সারাজীবন দেশের সেবা করে এই আলাপনের পাওনা?

লেটেস্ট ভিডিও