কলকাতায় মধ্যযুগীয় বর্বরতা। সাঁড়াশি দিয়ে কান ছিঁড়ে নেওয়া। গায়ে গরম জল ঢালা। কাজে সামান্য ভুলচুক হলেই জুটত বেধড়ক মার। অত্যাচার সহ্য করতে না পেরে কাজের বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বছর আঠাশের গণেশ মণ্ডল। ঠাকুরপুকুরের একটি বাড়িতে পরিচারকের কাজ করতেন উচ্চমাধ্যমিক পাশ গণেশ। গৃহকর্ত্রী রিঙ্কি সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
Last Updated: Oct 06, 2018, 14:19 IST


