বড়সড় বিপর্যয়ের মুখে করুণাময়ী-টালিগঞ্জ ব্রিজ

Bangla Editor | News18 Bangla | 02:45:36 PM IST Sep 23, 2018

এবার রোগ ধরা পড়ল বেহালার সঙ্গে যোগাযোগকারী টালিগঞ্জের করণাময়ী ব্রিজেও। ব্রিজের মাঝখানে একটি অংশ বসে গিয়েছে। ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে জল।ঘটনাস্থলে যান পূর্ত দফতরের কর্তারা।বসে যাওয়া অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সন্ধেবেলা কেএমডিএর কর্মীরা গিয়ে ব্রিজের মাঝখানে লোহার পাত বসিয়ে দেন। আপাতত ব্রিজের ওই অংশে ভারী যান চলাচল নিষিদ্ধ।

লেটেস্ট ভিডিও