এদিন মুখ্যমন্ত্রী বলেন 'বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালবাসি। কিন্তু এঁদের মতো রাজনৈতিক দল আমি জীবনে দেখি নি। বিজেপিকে ‘চোর’ আখ্যা দিয়ে মমতা বলেন, ‘‘এরা স্বাধীনতার পরে আসা দল। এরা দেশের সবচেয়ে বড় ডাকাত৷ এরা দেশ বিক্রি করছে। এরা সাম্প্রদায়িকতা ছড়ায়৷ বিজেপির লেজুড়রা ইংরেজদের কাছে নাকখত দিয়ে বেরিয়ে এসেছিলেন৷ এরা মানুষের কথা বলতে দেয় না। আগামী দিনে বিজেপিকে দেখতে পাবেন না৷ বিজেপি হাউজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে৷ চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই৷ এরা বাংলাভাষাকে অপমান করেছে। মানুষ এদের ক্ষমা করবে না৷’’
Last Updated: Sep 05, 2025, 01:12 IST


