Taliban Rules Afghanistan: বন্দুকের নলে নৃশংসতা, আফগানিস্তানে দাপিয়ে বেড়াচ্ছে তালিবান! দেখুন

Bangla Editor | News18 Bangla | 10:11:31 PM IST Aug 20, 2021

আফগানিস্তানে তালিবানের বিজয়ে আতঙ্কিত অনেকেই। আতঙ্ক অকারণ নয়। রাজধানী কাবুল-সহ সমগ্র দেশটি কয়েক দিনের মধ্যে কুক্ষিগত করে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে যদিও তালিবানের নেতারা বলছেন, “ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না”— তবু সন্দেহ ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে বামিয়ান প্রদেশে তালিবানেরা গুঁড়িয়ে দিয়েছে হাজারা সম্প্রদায়ের নেতা আব্দুল আলি মাজারির মূর্তি, মাজারিকে তালিবান আততায়ীরা হত্যা করেছিল ১৯৯৫-এ। সারা দেশজুড়ে চলছে তাণ্ডব।

লেটেস্ট ভিডিও