গত সাত দিন ধরে প্রবল সংঘর্ষ চলছে ইরান এবং ইজরায়েলের মধ্যে৷ ইজরায়েলের সঙ্গে আমেরিকাও ইরানে আক্রমণ করবে কি না, তা নিয়েও প্রবল জল্পনা ছড়িয়েছে৷ ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই সম্ভাবনার কথা উস্কে দিয়েছেন৷ গতকালই নিঃশর্ত আত্মসমর্পণের জন্য ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প৷ ইরানকে আমেরিকা আক্রমণ করবে কি না, বুধবার হোয়াইট হাউজে ট্রাম্পকে সরাসরি সেই প্রশ্ন করা হয়৷ জবাবে সাংবাদিকদেক ট্রাম্প বলেন, 'আমি হামলা করতেও পারি, নাও পারি৷ আমি কী করব আসলে কেউ জানে না৷ শুধু বলতে পারি, ইরান বড়সড় সমস্যার মধ্যে পড়েছে৷'