Howrah: পুরসভার আয় বাড়াতে এবার ফি পার্কিংয়ে জোর

Bangla Digital Desk | News18 Bangla | 12:18:33 PM IST Dec 02, 2021

হাওড়া: শহর জুড়ে বেশ কয়েক বছর ধরে বেড়েছে বেআইনি গাড়ি পার্কিং এর সমস্যা । রাস্তার ধারে যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের ফলে নিত্যদিন সমস্যায় পড়েছেন পথচারী ও নিত্যযাত্রীরা। পরপর গাড়িগুলি রাস্তা দখল করে থাকার ফলে রাস্তা তুলনামূলক অনেকটাই সরু হয়ে যাচ্ছে । ফলে গাড়ির গতি কমে যাচ্ছে । পাশাপাশি অনেকটাই বাড়ছে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনাও । পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান বর্তমানে পার্কিং ফি বাবদ কর্পোরেশনের যে আয় তা অনেকটাই কম । তাই পার্কিং থেকে আয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

লেটেস্ট ভিডিও