সিমলা ব্যায়াম সমিতির পুজো ছিল বিপ্লবীদের আখড়া, ৯৪তম বর্ষে মণ্ডপে ঝিনুকের সাজ

Bangla Editor | News18 Bangla | 11:20:50 PM IST Sep 30, 2019

চুরানব্বইতম বছরে কলকাতার প্রথম সর্বজনীনের অটুট ঐতিহ্য। একসময়ের বিপ্লবীদের আখড়া সিমলা ব্যায়াম সমিতির মণ্ডপের গায়ে ঝিনুকের সাজ। ইতিহাসের গল্প বলে সিমলা ব্যায়াম সমিতি। ১৯২৬ সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসু দুর্গাপুজো শুরু করেন সমিতির মাঠে। কাছেই সিমলা পাড়ায় ছিল বিবেকানন্দর বাড়ি। পুজোয় জড়িয়ে পড়েন স্বামীজীর ভাই মহেন্দ্রলাল দত্ত। ১৯৩২ সালে সমিতি নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশরা। বন্ধ হয়ে যায় পুজো। নতুন করে পুজো শুরু ১৯৩৪ সালে। সভাাপতি হন সুভাষচন্দ্র বসু। উত্তর কলকাতার সেই পুজোর বনেদিয়ানা আজও অটুট।

লেটেস্ট ভিডিও