ভিডিও: পর্ন ছবি-কণ্ডে স্বামী রাজের গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন শিল্পা!

Bangla Editor | News18 Bangla | 09:04:40 PM IST Jul 23, 2021

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অশ্লীল ছবি তৈরি করা ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার পর থেকে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন শিল্পা। টনার প্রায় ৪ দিনের মাথায় এবার সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ একটি পোস্ট করলেন অভিনেত্রী। জেমস থারবারের (James Thurber) একটি উক্তি উল্লেখ করে এক কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন তিনি।

লেটেস্ট ভিডিও