আলোর উৎসবে গান গেয়ে, রঙ্গোলি দিয়ে মাতৃ আরাধনা অপরাজিতার, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 03:48:55 PM IST Oct 25, 2022

#কলকাতা: মাতৃ আরাধনায় ব্যস্ত অপরাজিতা আঢ্য। কোনও উৎসবই বাদ দেন না তিনি। নিষ্ঠার সঙ্গে সমস্ত উৎসবে অনাবিল আনন্দে মেতে ওঠেন অভিনেত্রী। এবারও কালীপুজোয় তিনি দেবী আরাধনায় মগ্ন। লক্ষ্মীপুজোয় যেমন ভাবে আল্পনা দিয়েছিলেন 'লক্ষ্মী কাকিমা', কালীপুজো, দীপাবলিতে রঙ্গোলি দিয়ে বাড়ি সাজালেন তিনি। শুধু তা-ই নয়, গান গেয়েও শোনালেন। দেখুন তাঁর আলোর উৎসবের ভিডিও।

লেটেস্ট ভিডিও