Mamata Banerjee: এসআইআরের ইস্যুতে আন্দোলন এবার সারা দেশে নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে আঘাত করলে সারা দেশ হেলিয়ে দেব। ভোটের পরে আমি সারাদেশ চষে বেড়াব। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। যা পেয়েছিলে তা শূন্যে নামিয়ে আনব।” বিহার নির্বাচন নিয়ে এর আগে বিজেপি তথা এনডিএ-র বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল বিরোধী দলগুলি। এবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিহারে আপনারা যে গেম করেছেন তা ওরা ধরতে পারেনি, এখানে পারবে না, আমরা ধরে নিয়েছি। আগামী ভোটে গুজরাতে হারবে। বাংলা পেতে গিয়ে গুজরাত হারাবে, দেশ তো হারাবেই।
Last Updated: November 25, 2025, 18:55 IST