Scam|| অয়নের বান্ধবী শ্বেতার অ্যাকাউন্টে পাহাড় প্রমাণ টাকা! আরও বাড়ল বিপদ! এ বারে কোন পথে তদন্ত?

Bangla Digital Desk | News18 Bangla | 04:59:45 PM IST Apr 22, 2023

Sweta Chakrabarty: শ্বেতার অ্যাকাউন্টে ৪ কোটি! অয়নের বান্ধবীর অ্যাকাউন্টে ৪ কোটির লেনদেন। ৪ কোটির লেনদেনে অয়নের উপরেই দায়। অয়নের উপর দায় চাপালেন তাঁর বান্ধবী শ্বেতা। শ্বেতার দাবি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতেন অয়ন শীল। ইডির কাছে দাবি অয়ন শীলের বান্ধবী শ্বেতার। দাবি নিয়োগ দুর্নীতির টাকাই শ্বেতার অ্যাকাউন্টে।

লেটেস্ট ভিডিও