Bankura News: জিমে শরীরচর্চার সময় অসুস্থ হয়ে মৃত্যু তরুণ ব্যাঙ্ক কর্মীর, কতটা উপকার হচ্ছে জিমে গিয়ে, উঠল প্রশ্ন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, জিম সংস্কৃতিকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলতে প্রশাসনিক নজরদারি ও সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণ ব্যাঙ্ক কর্মীর। মৃতের নাম রিক বাঙাল (২৫)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকার একটি বেসরকারি জিমে। জানা যায়, প্রতিদিনের মতোই ব্যাঙ্কের ডিউটি সেরে সন্ধ্যেবেলায় শরীরচর্চার উদ্দেশ্যে জিমে যান তিনি। ব্যায়াম চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করে জ্ঞান হারান। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
প্রাথমিক অনুমান অনুযায়ী, অতিরিক্ত শারীরিক চাপের ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে, যদিও সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এই আকস্মিক ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তরুণ বয়সে এমন মৃত্যু সকলকেই নাড়িয়ে দিয়েছে। (Representative Image)
advertisement
advertisement
ঘটনাকে কেন্দ্র করে জিমে শরীরচর্চার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যায়ামের সময় পর্যাপ্ত তদারকি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আরও মজবুত হলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতে পারত। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, জিমে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষিত ট্রেনারের উপস্থিতি এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।(Representative Image)
advertisement
advertisement






