advertisement

Tarapith: উড়বে ড্রোন, মোটা টাকা জরিমানা ও কড়া শাস্তির হুমকি! তারাপীঠে হঠাৎ হলটা কী?

Last Updated:
Tarapith: তারাপীঠের দ্বারকা নদের দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল প্রশাসন। ডিজেপিএস এবং ড্রোন সার্ভের মাধ্যমে চিহ্নিত করা হবে দূষণকারীদের। নির্দেশ অমান্য করলে দিতে হবে মোটা টাকা জরিমানা
1/6
সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন প্রায় হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। শুধুই কী তাই বিশেষ বিশেষ তিথিতে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। কারণ ভক্তদের বিশ্বাস তারাপীঠ মন্দিরের অদূরে অবস্থিত দ্বারকা নদে স্নান করে দেবী তারার কাছে পুজো দিলে মা তারা সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আর সেই কারণেই দ্বারকা নদে স্নান করে পুজো দেওয়ার পুরনো রীতি রয়েছে তারাপীঠ চত্বর জুড়ে। (তথ্য: সৌভিক রায়)
সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন প্রায় হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। শুধুই কী তাই বিশেষ বিশেষ তিথিতে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। কারণ ভক্তদের বিশ্বাস তারাপীঠ মন্দিরের অদূরে অবস্থিত দ্বারকা নদে স্নান করে দেবী তারার কাছে পুজো দিলে মা তারা সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আর সেই কারণেই দ্বারকা নদে স্নান করে পুজো দেওয়ার পুরনো রীতি রয়েছে তারাপীঠ চত্বর জুড়ে। (তথ্য: সৌভিক রায়)
advertisement
2/6
কিন্তু কোথায় তারাপীঠে আগত পর্যটকদের সেই সমস্ত বিশ্বাসের দ্বারকা নদ? তারাপীঠে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেল আর রেস্তোরাঁ থেকে ফেলা মানুষের উচ্ছিষ্ট আর আবর্জনায় ভরে উঠেছে সাধক বামদেবের দ্বারকা নদ। স্থানীয় মানুষ ও পর্যটকদের অভিযোগ, হোটেল ও রেস্তরাঁগুলি থেকে নোংরা আবর্জনা ফেলা হয় নদে। এছাড়া হোটেল ও বাড়ির বর্জ্য জল নির্গত হয়ে নদে পড়ে দূষণ ছড়াচ্ছে। যা নিয়ে দীর্ঘদিন ধরে পুণ্যার্থী থেকে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। 
কিন্তু কোথায় তারাপীঠে আগত পর্যটকদের সেই সমস্ত বিশ্বাসের দ্বারকা নদ? তারাপীঠে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেল আর রেস্তোরাঁ থেকে ফেলা মানুষের উচ্ছিষ্ট আর আবর্জনায় ভরে উঠেছে সাধক বামদেবের দ্বারকা নদ। স্থানীয় মানুষ ও পর্যটকদের অভিযোগ, হোটেল ও রেস্তরাঁগুলি থেকে নোংরা আবর্জনা ফেলা হয় নদে। এছাড়া হোটেল ও বাড়ির বর্জ্য জল নির্গত হয়ে নদে পড়ে দূষণ ছড়াচ্ছে। যা নিয়ে দীর্ঘদিন ধরে পুণ্যার্থী থেকে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। 
advertisement
3/6
দ্বারকাকে পরিচ্ছন্ন রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালতও। দূষণ নিয়ে মানুষের ক্ষোভের আঁচ পৌঁছেছিল নবান্ন পর্যন্ত। তারপরই নদের দূষণ নিয়ন্ত্রণে কাঠামো তৈরি করতে 'ডিজিপিএস'-এর মাধ্যমে সার্ভের উদ্যোগ নিল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ।
দ্বারকাকে পরিচ্ছন্ন রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালতও। দূষণ নিয়ে মানুষের ক্ষোভের আঁচ পৌঁছেছিল নবান্ন পর্যন্ত। তারপরই নদের দূষণ নিয়ন্ত্রণে কাঠামো তৈরি করতে 'ডিজিপিএস'-এর মাধ্যমে সার্ভের উদ্যোগ নিল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ।
advertisement
4/6
বৃহস্পতিবার থেকে সেই সার্ভে শুরু হয়েছে বলে জানান টিআরডিএর সিইও তথা রামপুরহাট মহকুমা শাসক অশ্বিন বি রাঠোর। তিনি বলেন, আমরা দেখে নিতে চাইছি কোথায় থেকে কঠিন ও তরল বর্জ্য ও আবর্জনা সরাসরি দ্বারকায় পড়ছে। সেই মতো পদক্ষেপ করা হবে। তার জন্যই এই সার্ভে। 
বৃহস্পতিবার থেকে সেই সার্ভে শুরু হয়েছে বলে জানান টিআরডিএর সিইও তথা রামপুরহাট মহকুমা শাসক অশ্বিন বি রাঠোর। তিনি বলেন, আমরা দেখে নিতে চাইছি কোথায় থেকে কঠিন ও তরল বর্জ্য ও আবর্জনা সরাসরি দ্বারকায় পড়ছে। সেই মতো পদক্ষেপ করা হবে। তার জন্যই এই সার্ভে। 
advertisement
5/6
তিনি আরও জানান শুধু নিকাশি ব্যবস্থার উন্নয়ন বা দ্বারকার দূষণ নিয়ন্ত্রণের জন্যই ডিজিপিএসের মাধ্যমে সার্ভে নয়। এবার থেকে কোন এলাকা থেকে কে বা কারা দ্বারকায় নোংরা, আবর্জনা ফেলছে সে ব্যাপারে নজরদারি চালাতে আকাশে ড্রোন উড়িয়েও সার্ভে করা হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক।
তিনি আরও জানান শুধু নিকাশি ব্যবস্থার উন্নয়ন বা দ্বারকার দূষণ নিয়ন্ত্রণের জন্যই ডিজিপিএসের মাধ্যমে সার্ভে নয়। এবার থেকে কোন এলাকা থেকে কে বা কারা দ্বারকায় নোংরা, আবর্জনা ফেলছে সে ব্যাপারে নজরদারি চালাতে আকাশে ড্রোন উড়িয়েও সার্ভে করা হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক।
advertisement
6/6
তিনি বলেন, তাহলে বোঝা যাবে কাদের বিরুদ্ধে সরকারকে অ্যাকশন নিতে হবে। যারা আবর্জনা ফেলছে, তাদের যেমন জরিমানা করা হবে, তেমনি নোংরা, আবর্জনা ফেলা বন্ধ করার জন্য আদেশও দেওয়া হবে। (তথ্য: সৌভিক রায়)
তিনি বলেন, তাহলে বোঝা যাবে কাদের বিরুদ্ধে সরকারকে অ্যাকশন নিতে হবে। যারা আবর্জনা ফেলছে, তাদের যেমন জরিমানা করা হবে, তেমনি নোংরা, আবর্জনা ফেলা বন্ধ করার জন্য আদেশও দেওয়া হবে। (তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement