Tarapith: উড়বে ড্রোন, মোটা টাকা জরিমানা ও কড়া শাস্তির হুমকি! তারাপীঠে হঠাৎ হলটা কী?
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tarapith: তারাপীঠের দ্বারকা নদের দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল প্রশাসন। ডিজেপিএস এবং ড্রোন সার্ভের মাধ্যমে চিহ্নিত করা হবে দূষণকারীদের। নির্দেশ অমান্য করলে দিতে হবে মোটা টাকা জরিমানা
সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি বীরভূমের তারাপীঠ। প্রত্যেকদিন প্রায় হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। শুধুই কী তাই বিশেষ বিশেষ তিথিতে প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। কারণ ভক্তদের বিশ্বাস তারাপীঠ মন্দিরের অদূরে অবস্থিত দ্বারকা নদে স্নান করে দেবী তারার কাছে পুজো দিলে মা তারা সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আর সেই কারণেই দ্বারকা নদে স্নান করে পুজো দেওয়ার পুরনো রীতি রয়েছে তারাপীঠ চত্বর জুড়ে। (তথ্য: সৌভিক রায়)
advertisement
কিন্তু কোথায় তারাপীঠে আগত পর্যটকদের সেই সমস্ত বিশ্বাসের দ্বারকা নদ? তারাপীঠে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেল আর রেস্তোরাঁ থেকে ফেলা মানুষের উচ্ছিষ্ট আর আবর্জনায় ভরে উঠেছে সাধক বামদেবের দ্বারকা নদ। স্থানীয় মানুষ ও পর্যটকদের অভিযোগ, হোটেল ও রেস্তরাঁগুলি থেকে নোংরা আবর্জনা ফেলা হয় নদে। এছাড়া হোটেল ও বাড়ির বর্জ্য জল নির্গত হয়ে নদে পড়ে দূষণ ছড়াচ্ছে। যা নিয়ে দীর্ঘদিন ধরে পুণ্যার্থী থেকে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement









