Birbhum News: ভিড় এড়িয়ে শান্তিতে মা তারার দর্শন চান? সপ্তাহে এই দু’দিন তারাপীঠ যাওয়ার জন্য সেরা, জেনে নিন সেরা সময় ও বিশেষ টিপস
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tarapith Temple: শীতের মরশুমে তারাপীঠ মন্দিরে বাড়ছে ভিড়। মা তারার নির্বিঘ্ন দর্শনের জন্য সেরা দিন, ভোরের সময় ও বিশেষ লাইনের টোকেন সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন।
চলছে শীতের মরশুম। পাহাড়ের শহর দার্জিলিং এর সঙ্গে টেক্কা দিয়ে তাপমাত্রা ওঠানামা করছে বীরভূমে। যেখানে দার্জিলিং এর তাপমাত্রা থাকছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেখানেই বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর মূলত ভ্রমণ পিপাসু বাঙালিরা হাতে এক থেকে দু দিনের ছুটি পেলেই ছুটে আছেন বীরভূমের বোলপুর শহর হোক অথবা সাধক বামদেবের তীর্থভূমি তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য। (তথ্য-সৌভিক রায়)
advertisement
advertisement
তবে বর্তমানে তারাপীঠ মন্দিরে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে অনেক পর্যটক ঠিকভাবে মা তারার দর্শন করতে পারছেন না। ফলে মনের দুঃখ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের। অনেক ক্ষেত্রে মধ্যরাত থেকে লাইন দিয়ে পুজো দেওয়ার পরেও ভালোভাবে দর্শন হচ্ছে না মা তারার। ফলে অনেক ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। আবার অনেক সময় দেখা যাচ্ছে তারাপীঠ মন্দিরের পুরোহিতদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন পর্যটকেরা। তবে এবার আপনার মনে প্রশ্ন হতে পারে ঠিক কোন সময় তারাপীঠ মন্দির আসা হয় তাহলে অন্যান্য দিনের থেকে কিছুটা হলেও কম ভিড় থাকবে। এবং ভালোভাবে দর্শন করতে পারবেন।
advertisement
তাহলে প্রথমেই জেনে নিন কোন দিন আপনি তারাপীঠ মন্দির ভ্রমণের জন্য এলে পুজো দেওয়া যেতে পারে নির্বিঘ্নে। আপনি যদি ভিড়ের দিনগুলি যেমন শুক্র-শনি রবিবার বাদ দিয়ে সোম মঙ্গল অথবা বিশেষ করে বুধ অথবা বৃহস্পতিবার দিন পুজো দিতে আসেন তাহলে হয়তো অনেকটাই কম ভিড়ের মধ্যে এবং ভালোভাবে মা তারার মন্দির দর্শন করতে পারবেন।
advertisement
পাশাপাশি এবার জেনে নিন ঠিক কখন মা তারার মন্দিরে লাইন দিলে অল্প সময়ের মধ্যে ভালোভাবে মা তারার দর্শন করতে পারবেন। এর জন্য আপনাকে খুব ভোর ভোর নাগাদ যেমন সাড়ে তিনটা অথবা ভোর চারটে নাগাদ মা তারার মন্দিরে লাইন দিতে হবে। তাহলে হয়তো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেই আপনি খুব সুন্দর ভাবে পুজো দিতে পারবেন।
advertisement
তারাপীঠ মন্দিরে সাধারণ লাইনের পাশাপাশি বিশেষ লাইন এর ব্যবস্থা রয়েছে। যেখানে সাধারণ লাইনের থেকে আরও কম সময়ের মধ্যে আপনি পুজো দিতে পারেন। তবে তার জন্য আপনাকে মাথাপিছু ৫০০ টাকা করে খরচা করতে হবে। ৫০০ টাকার বিনিময়ে মন্দির কমিটির তরফ থেকে আপনাকে দেওয়া হবে একটি টোকেন। সেটি মন্দিরের গেটে দেখিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে পুজো দিতে পারেন। (তথ্য-সৌভিক রায়)







