Job News: পশ্চিম মেদিনীপুর জেলায় ভিন্ন পোস্টে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন জানান! বিস্তারিত রইল
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Job News: দেরি না করে তাই বিভিন্ন পোস্টে এখনই আবেদন জানান। অফিসার ইনচার্জ থেকে রাঁধুনি, সংরক্ষিত ও অসংরক্ষিত আবেদনকারীদের জন্য মিলবে এই কাজের সুযোগ।
পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন পোস্টে একাধিক কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক থেকে স্নাতক, কিংবা স্নাতকোত্তর উত্তীর্ণরা পাবে বিভিন্ন পদে কাজের সুযোগ। দেরি না করে তাই বিভিন্ন পোস্টে এখনই আবেদন জানান। অফিসার ইনচার্জ থেকে রাঁধুনি, সংরক্ষিত ও অসংরক্ষিত আবেদনকারীদের জন্য মিলবে এই কাজের সুযোগ।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে মেদিনীপুরস্থিত প্রগতি বালক ভবনের তত্ত্বাবধানে মিশন বাৎসল্য স্কিম গাইডলাইনের অধীনে বিভিন্ন পদে ২৬ জন কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, অফিসার ইনচার্জ, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সহ বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। অফিসার ইনচার্জ পদে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, সাইকোলজি সহ বেশ কয়েকটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন জানান যাবে। এক্ষেত্রে সংরক্ষিত এসসি এবং অসংরক্ষিত একটি পদের জন্য আবেদন জানান যাবে। বেতন প্রতি মাসে ৩৩১০০ টাকা। আবেদনকারীর বয়স হতে হবে ২৭ থেকে ৪২ বছরের মধ্যে। প্রয়োজন তিন বছরের কাজের অভিজ্ঞতা।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
একইভাবে কাউন্সিলর পদে মোট দুজন কর্মী নিয়োগ করা হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পাবলিক হেলথ কিংবা কাউন্সিলিং পদে যেকোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করা বাধ্যতামূলক। বেতন ২৩১৭০ টাকা। প্রয়োজন এক বছরের কাজের অভিজ্ঞতা। একইভাবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে আবেদনের জন্য একই বিষয়ে গ্রাজুয়েশন এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বেতন ২৩১৭০ টাকা।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
একইভাবে চারটি শুন্য পদে হাউস ফাদার নিয়োগ করা হবে। যেকোনও প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে এবং তিন বছর অভিজ্ঞতা থাকলে আবেদন জানান যাবে। বয়স সীমা ২১ থেকে ৪০ বছর। বেতন প্রতি মাসে ১৪৫৬৪ টাকা। উচ্চ মাধ্যমিক পাস এবং নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রী থাকলে প্যারামেডিকেল স্টাফের জন্য আবেদন জানানো যাবে। শূন্য পদ দুটি। বেতন ১২০০০ টাকা প্রতি মাসে।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
কমার্স কিংবা অ্যাকাউন্টেন্সি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে স্টোর কিপার কাম অ্যাকাউন্টস পদে আবেদন জানান যাবে। বেতন প্রতি মাসে ১৮৫৩৬ টাকা। শূন্যপদ দুটি, বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে। একইভাবে কুক, হেলপার কাম নাইট ওয়াচম্যান, হাউসকিপার পদে নিয়োগ করা হবে বেতন প্রতি মাসে ১২০০০ টাকা। রাঁধুনি, হেল্পার পদে শূন্য পদ চারটি এবং হাউসকিপার পদে শূন্য পদ তিনটি। প্রতিটি ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।(তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদন জানাতে গেলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। হার্ড কপি জমা দিতে হবে সংশ্লিষ্ট ড্রপ বক্স বা স্পিড পোস্টের মধ্য দিয়ে, লাগবে প্রয়োজনীয় নথি। বিশদে জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটটি দেখতে পারেন। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।(তথ্য: রঞ্জন চন্দ)









