Alipurduar News: হাতির অবাধ বিচরণ, সেখানেই ঢুকে পড়ল পিকনিকের বাস! চিলাপাতার কোর এরিয়ায় যা হল, দেখে শিউরে উঠবেন

Last Updated:
Alipurduar News: পিকনিক থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চিলাপাতা জঙ্গলের কোর এরিয়ায় ঢুকে গেল পিকনিক করতে যাওয়া বাস।
1/5
পিকনিক থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চিলাপাতা জঙ্গলে ঢুকে গেল একটি বাস। ধাক্কা খেল একটি বড় গাছের সঙ্গে। খুশির মুহূর্ত বদলে গেল কান্নায়। জঙ্গল থেকে একাধিক মানুষের আর্তনাদ শুনে বনকর্মীরা এলেন তাঁদের উদ্ধার করতে। (ছবি ও তথ্য - অনন্যা দে
পিকনিক থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চিলাপাতা জঙ্গলে ঢুকে গেল একটি বাস। ধাক্কা খেল একটি বড় গাছের সঙ্গে। খুশির মুহূর্ত বদলে গেল কান্নায়। জঙ্গল থেকে একাধিক মানুষের আর্তনাদ শুনে বনকর্মীরা এলেন তাঁদের উদ্ধার করতে। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
চিলাপাতা জঙ্গলের কোর এরিয়াতে ঢুকে যায় বাসটি। বনকর্মীরা লোকেশন দেখে বুঝে যান দুর্ঘটনাগ্রস্থ বাসের কিছুটা দূরেই রয়েছে হাতির দল। তারওপর বাসে রয়েছে ১৭ টি শিশু। কোনওভাবেই সময় নষ্ট না করে তাঁদের উদ্ধারের কাজে ছুটে যান বনকর্মীরা।
চিলাপাতা জঙ্গলের কোর এরিয়াতে ঢুকে যায় বাসটি। বনকর্মীরা লোকেশন দেখে বুঝে যান দুর্ঘটনাগ্রস্থ বাসের কিছুটা দূরেই রয়েছে হাতির দল। তারওপর বাসে রয়েছে ১৭ টি শিশু। কোনওভাবেই সময় নষ্ট না করে তাঁদের উদ্ধারের কাজে ছুটে যান বনকর্মীরা।
advertisement
3/5
জলদাপাড়া বনবিভাগের কোদালবস্তি এবং চিলাপাতা রেঞ্জ অফিসের বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার করা গেল আটকে পড়া যাত্রীদের। জানা যায় শুক্রবার বিকেলে দলসিংপাড়া থেকে পিকনিক করে চিলাপাতা জঙ্গলের রাস্তা দিয়ে কোচবিহারের খাগড়াবাড়ি ফিরছিল বাসটি। এই বাসে ছিল ৪০ জন যাত্রী। যার মধ্যে ১৭ জন নানান বয়সী শিশু ছিল। চিলাপাতা জঙ্গলে হটাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। পাশাপাশি কুয়াশা থাকার কারণে পথ ভুলে জঙ্গলে ঢুকে যায় বাস।
জলদাপাড়া বনবিভাগের কোদালবস্তি এবং চিলাপাতা রেঞ্জ অফিসের বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার করা গেল আটকে পড়া যাত্রীদের। জানা যায় শুক্রবার বিকেলে দলসিংপাড়া থেকে পিকনিক করে চিলাপাতা জঙ্গলের রাস্তা দিয়ে কোচবিহারের খাগড়াবাড়ি ফিরছিল বাসটি। এই বাসে ছিল ৪০ জন যাত্রী। যার মধ্যে ১৭ জন নানান বয়সী শিশু ছিল। চিলাপাতা জঙ্গলে হটাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। পাশাপাশি কুয়াশা থাকার কারণে পথ ভুলে জঙ্গলে ঢুকে যায় বাস।
advertisement
4/5
একটি প্রকান্ড গাছের সঙ্গে ধাক্কা খায় সেটি। এরপরেই বাসটির যাত্রীরা সাহায্যের জন্য আর্তনাদ করেন। যে এলাকায় বাসটি ঢুকেছিল নিয়ন্ত্রণ হারিয়ে, সেই স্থানে বন্য জন্তুদের অবাধ যাতায়াত লেগে থাকে বলে জানা যায় বন দফতর সূত্রে। বন্য জন্তুদের থেকে যাত্রীদের রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বনকর্মীদের কাছে।
একটি প্রকান্ড গাছের সঙ্গে ধাক্কা খায় সেটি। এরপরেই বাসটির যাত্রীরা সাহায্যের জন্য আর্তনাদ করেন। যে এলাকায় বাসটি ঢুকেছিল নিয়ন্ত্রণ হারিয়ে, সেই স্থানে বন্য জন্তুদের অবাধ যাতায়াত লেগে থাকে বলে জানা যায় বন দফতর সূত্রে। বন্য জন্তুদের থেকে যাত্রীদের রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বনকর্মীদের কাছে।
advertisement
5/5
জলদাপাড়া বন বিভাগের এডিএফও নবীকান্ত ঝাঁ জানান,
জলদাপাড়া বন বিভাগের এডিএফও নবীকান্ত ঝাঁ জানান, " চিলাপাতা এবং কোদাল বস্তি রেঞ্জের মোট পাঁচটি গাড়ি উদ্ধার কাজে অংশ নিয়েছিল। যাত্রীদের উদ্ধার করে চিলাপাতা রেঞ্জে নিয়ে আসা হয়েছে। তাঁদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। গাড়ির চালকদের কাছে বারবার অনুরোধ করছি জঙ্গলের রাস্তায় দ্রুত গাড়ি চালাবেন না। "  (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
advertisement
advertisement