advertisement

Howrah Kamakhya Vande Bharat: হাওড়া থেকে কামাখ্যা এখন আরও দ্রুত! চালু বিলাসবহুল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, জেনে নিন সময়সূচী ও স্টপেজ

Last Updated:
Howrah Kamakhya Vande Bharat: নিয়মিত যাত্রা শুরু করল সেমি হাইস্পিড হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। প্রথম দিনেই প্রায় সম্পূর্ণ বুকিং, বিলাসবহুল পরিষেবা ও দ্রুত যাত্রায় খুশি রেলযাত্রীরা।
1/6
অবশেষে নিয়মিত যাত্রা শুরু হল অপেক্ষারত সেমি হাইস্পিড বন্দে ভারত স্লিপারের। সপ্তাহে ছয় দিন নিয়মিত যাত্রা করবে হাওড়া ও কামাখ্যা উভয় দিকের বন্দে ভারত স্লিপার। ইতিমধ্যেই চালু হয়েছে নিয়মিত যাত্রা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
অবশেষে নিয়মিত যাত্রা শুরু হল অপেক্ষারত সেমি হাইস্পিড বন্দে ভারত স্লিপারের। সপ্তাহে ছয় দিন নিয়মিত যাত্রা করবে হাওড়া ও কামাখ্যা উভয় দিকের বন্দে ভারত স্লিপার। ইতিমধ্যেই চালু হয়েছে নিয়মিত যাত্রা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
পূর্ব রেলের ব্যাণ্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন স্টেশন। এবং উত্তর-পূর্ব রেলের নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, রঙ্গিয়া ও নিউ বঙাইগাঁও স্টেশনে থামবে ট্রেনটি।
পূর্ব রেলের ব্যাণ্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন স্টেশন। এবং উত্তর-পূর্ব রেলের নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, রঙ্গিয়া ও নিউ বঙাইগাঁও স্টেশনে থামবে ট্রেনটি।
advertisement
3/6
ট্রেন নাম্বার ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬:২০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে এক‌ই দিনে মালদহ টাউন স্টেশনে রাত ১০:৫০ মিনিটে পৌঁছে ১০ মিনিটের জন্য যাত্রা বিরতির পর ১১ টায় ছাড়বে। এবং পরদিন সকাল আটটা ২০ মিনিটে পৌঁছাবে কামাখ্যায়।
ট্রেন নাম্বার ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬:২০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে এক‌ই দিনে মালদহ টাউন স্টেশনে রাত ১০:৫০ মিনিটে পৌঁছে ১০ মিনিটের জন্য যাত্রা বিরতির পর ১১ টায় ছাড়বে। এবং পরদিন সকাল আটটা ২০ মিনিটে পৌঁছাবে কামাখ্যায়।
advertisement
4/6
অন্যদিকে ট্রেন নাম্বার ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এবং পরের দিন ভোর ৩:২৫ মিনিটে মালদহ টান স্টেশনে পৌঁছে ১০ মিনিটের যাত্রা বিরতির পর ৩:৩৫ মিনিটে ছেড়ে সকাল ৮:১৫ মিনিটে পৌঁছাবে হাওড়ায়।
অন্যদিকে ট্রেন নাম্বার ২৭৫৭৬ কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এবং পরের দিন ভোর ৩:২৫ মিনিটে মালদহ টান স্টেশনে পৌঁছে ১০ মিনিটের যাত্রা বিরতির পর ৩:৩৫ মিনিটে ছেড়ে সকাল ৮:১৫ মিনিটে পৌঁছাবে হাওড়ায়।
advertisement
5/6
বাণিজ্যিকভাবে নিয়মিত যাত্রার প্রথম দিনেই ব্যাপক সাড়া দেখা দেয় রেল যাত্রীদের মধ্যে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রথম কয়েক দিনে ১০০ শতাংশেরও অধিক বুকিংয়ের আগ্রহ দেখা দেয় রেল যাত্রীদের মধ্যে। কয়েক ঘণ্টার ব্যবধানে সমস্ত আসন পূর্ণ হয়ে যায়।
বাণিজ্যিকভাবে নিয়মিত যাত্রার প্রথম দিনেই ব্যাপক সাড়া দেখা দেয় রেল যাত্রীদের মধ্যে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রথম কয়েক দিনে ১০০ শতাংশেরও অধিক বুকিংয়ের আগ্রহ দেখা দেয় রেল যাত্রীদের মধ্যে। কয়েক ঘণ্টার ব্যবধানে সমস্ত আসন পূর্ণ হয়ে যায়।"
advertisement
6/6
বিলাসবহুল এই ট্রেন শুধু আরামদায়ক যাত্রা নয় দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম বলে অভিমত প্রকাশ করেছেন রেল যাত্রীরা। বিশ্বমানের এমন রেল পরিষেবার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বিলাসবহুল এই ট্রেন শুধু আরামদায়ক যাত্রা নয় দ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম বলে অভিমত প্রকাশ করেছেন রেল যাত্রীরা। বিশ্বমানের এমন রেল পরিষেবার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রেলযাত্রী থেকে সাধারণ মানুষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement