Gangasagar News: গঙ্গাসাগরে ধুলোয় জেরবার পুণ্যার্থীরা, এই প্রথমবার বসানো হল অ্যান্টি স্মোক মেশিন

Last Updated:
Gangasagar News: মকর সংক্রান্তির পুণ্যলগ্নের আগেই বহু পুণ্যার্থী সাগরে স্নান সেরে বাড়ি ফিরেছেন। সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৬০ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন।
1/6
মেলা শুরু হতেই পুণ্যার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে গঙ্গাসাগরে। বিশেষ করে কপিল মুনির মন্দির ও তার আশপাশে মানুষের ঢল নামায় পায়ে পায়ে উড়ছে ধুলো। ধুলোর জেরে নাজেহাল পুণ্যার্থী ও পর্যটকেরা কেউ নাকে রুমাল বেঁধে হাঁটছেন, কেউ আবার সেই ধুলো মেখেই দর্শন সারছেন। (ছবি ও তথ্য: সুমন সাহা)
মেলা শুরু হতেই পুণ্যার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে গঙ্গাসাগরে। বিশেষ করে কপিল মুনির মন্দির ও তার আশপাশে মানুষের ঢল নামায় পায়ে পায়ে উড়ছে ধুলো। ধুলোর জেরে নাজেহাল পুণ্যার্থী ও পর্যটকেরা কেউ নাকে রুমাল বেঁধে হাঁটছেন, কেউ আবার সেই ধুলো মেখেই দর্শন সারছেন। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রথমবারের মতো অ্যান্টি স্মগ মেশিন ব্যবহার শুরু করেছে। মেলার দুই নম্বর রাস্তায়, যেখানে ভিড় সবচেয়ে বেশি, সেখানে গাড়িতে বসানো এই মেশিনের মাধ্যমে বাতাসে জল ছিটিয়ে ধুলো দমন করা হচ্ছে। জানা গিয়েছে, সুন্দরবন উন্নয়ন দফতর থেকেই আনা হয়েছে এই বিশেষ যন্ত্র।(ছবি ও তথ্য: সুমন সাহা)
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রথমবারের মতো অ্যান্টি স্মগ মেশিন ব্যবহার শুরু করেছে। মেলার দুই নম্বর রাস্তায়, যেখানে ভিড় সবচেয়ে বেশি, সেখানে গাড়িতে বসানো এই মেশিনের মাধ্যমে বাতাসে জল ছিটিয়ে ধুলো দমন করা হচ্ছে। জানা গিয়েছে, সুন্দরবন উন্নয়ন দফতর থেকেই আনা হয়েছে এই বিশেষ যন্ত্র।(ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
3/6
এদিকে মকর সংক্রান্তির পুণ্যলগ্নের আগেই বহু পুণ্যার্থী সাগরে স্নান সেরে বাড়ি ফিরেছেন। সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৬০ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন। (ছবি ও তথ্য: সুমন সাহা)
এদিকে মকর সংক্রান্তির পুণ্যলগ্নের আগেই বহু পুণ্যার্থী সাগরে স্নান সেরে বাড়ি ফিরেছেন। সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৬০ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছেন। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
4/6
অন্যদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। মেলা চত্বরে খোলা আকাশের নীচে আগুন জ্বালানো নিষিদ্ধ, এই নির্দেশ ফের মনে করিয়ে দেন দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু বাস্তবে মেলার বিভিন্ন প্রান্তে সাধু থেকে তীর্থযাত্রীদের অনেককেই কাঠকয়লা জ্বালিয়ে রান্না করতে দেখা যাচ্ছে।(ছবি ও তথ্য: সুমন সাহা)
অন্যদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। মেলা চত্বরে খোলা আকাশের নীচে আগুন জ্বালানো নিষিদ্ধ, এই নির্দেশ ফের মনে করিয়ে দেন দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু বাস্তবে মেলার বিভিন্ন প্রান্তে সাধু থেকে তীর্থযাত্রীদের অনেককেই কাঠকয়লা জ্বালিয়ে রান্না করতে দেখা যাচ্ছে।(ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
5/6
তাঁদের বক্তব্য, খাবার কেনার সামর্থ নেই বলেই এই উপায়। সম্প্রতি এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একাধিক অস্থায়ী ছাউনি ও তাঁবু পুড়ে যাওয়ার ঘটনার পরেও নজরদারি যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।(ছবি ও তথ্য: সুমন সাহা)
তাঁদের বক্তব্য, খাবার কেনার সামর্থ নেই বলেই এই উপায়। সম্প্রতি এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একাধিক অস্থায়ী ছাউনি ও তাঁবু পুড়ে যাওয়ার ঘটনার পরেও নজরদারি যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।(ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
6/6
এদিকে মেলায় এখনও পর্যন্ত ৮৪ জন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। প্রশাসনের তৎপরতায় তাঁদের মধ্যে ৮০ জনকে ইতিমধ্যেই পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।(ছবি ও তথ্য: সুমন সাহা)
এদিকে মেলায় এখনও পর্যন্ত ৮৪ জন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। প্রশাসনের তৎপরতায় তাঁদের মধ্যে ৮০ জনকে ইতিমধ্যেই পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।(ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
advertisement
advertisement