Reason of Daily Headache: ওষুধ নয়, জীবনধারাই আসল কারণ! কোন ৭ অভ্যাসে বাড়ে মাথাব্যথা? জানালেন বিশেষজ্ঞ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Reason of Daily Headache: AIIMS-এ প্রশিক্ষিত নিউরোলজিস্ট ডাঃ প্রিয়াঙ্কা সাহরাওয়াত বলছেন, অনেক সময় এই ব্যথার পিছনে যে কারণগুলো থাকে, তা আমাদের জীবনযাপনের মধ্যে লুকিয়ে থাকে।
advertisement
ডাঃ প্রিয়াঙ্কা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন, “চিকিৎসককে যতবার দেখান, ব্যথা ততবার ফিরবে যদি আপনি জীবনের কিছু ছোট্ট নিয়মপালন না করেন। রোগী বেশি চিকিৎসা নেওয়ার পরও ব্যথা থেকে যাচ্ছে বলে অভিযোগ করেন। আসলে ৯০ শতাংশেরও বেশি মাথাব্যথার পিছনে থাকে দৈনন্দিন অভ‍্যাস বা বেনিয়ম জীবনধারা — আপনি যদি সেগুলো না বাদ দেন, ব্যথা কমবে না।”
advertisement
advertisement
advertisement
advertisement







