IPAC Case: আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট! বৃহস্পতিবার শুনানি সুপ্রিম কোর্টে

Last Updated:
IPAC Case: আইপ্যাকে ইডি হানার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ইডি ও তৃণমূলের তরফে যে মামলা করা হয়েছিল, বুধবার তার শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে।
1/6
কলকাতা: আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। এএসজি-র সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। হাইকোর্টে ইডির করা মামলা স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
কলকাতা: আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। এএসজি-র সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। হাইকোর্টে ইডির করা মামলা স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
advertisement
2/6
আইপ্যাকে ইডি হানার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ইডি ও তৃণমূলের তরফে যে মামলা করা হয়েছিল, বুধবার তার শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। কিন্তু শুনানির শুরুতেই হাইকোর্টে মামলার স্থগিতের আবেদন জানান ইডির আইনজীবী। হাইকোর্টে ইডির তরফে আইনজীবী এএসজি রাজু বলেন, ''সুপ্রিম কোর্টে একইরকম আবেদন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে শুনানি হবে৷ হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল। আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক।''
আইপ্যাকে ইডি হানার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ইডি ও তৃণমূলের তরফে যে মামলা করা হয়েছিল, বুধবার তার শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। কিন্তু শুনানির শুরুতেই হাইকোর্টে মামলার স্থগিতের আবেদন জানান ইডির আইনজীবী। হাইকোর্টে ইডির তরফে আইনজীবী এএসজি রাজু বলেন, ''সুপ্রিম কোর্টে একইরকম আবেদন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে শুনানি হবে৷ হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল। আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক।''
advertisement
3/6
কিন্তু এরপরই তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ''সুপ্রিম কোর্টে ইডির আবেদনের বিষয়ে আমাদের জানা নেই। আমরা কোনও ক্যাভিয়েট দাখিল করিনি। আমি ভুক্তভোগী। আমার আবেদনের শুনানি হোক।'' তিনি আরও বলেন, ''ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি এটা রেকর্ড করুক আদালত। একজন এসএসজি যেভাবে তিন বারের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করছেন, তা আনবিকামিং।''
কিন্তু এরপরই তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ''সুপ্রিম কোর্টে ইডির আবেদনের বিষয়ে আমাদের জানা নেই। আমরা কোনও ক্যাভিয়েট দাখিল করিনি। আমি ভুক্তভোগী। আমার আবেদনের শুনানি হোক।'' তিনি আরও বলেন, ''ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি এটা রেকর্ড করুক আদালত। একজন এসএসজি যেভাবে তিন বারের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করছেন, তা আনবিকামিং।''
advertisement
4/6
এএসজি ৮ জানুয়ারি দুই ঘটনাস্থল থেকে আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া যা কিছু ছিল, ইডির কাছ থেকে তা নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক।'' এরপরই বিচারপতি ঘোষ জানান, সুপ্রিম কোর্টের মামলার পরই হাইকোর্টে শুনানি হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষণও করা যাবে।
এএসজি ৮ জানুয়ারি দুই ঘটনাস্থল থেকে আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া যা কিছু ছিল, ইডির কাছ থেকে তা নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক।'' এরপরই বিচারপতি ঘোষ জানান, সুপ্রিম কোর্টের মামলার পরই হাইকোর্টে শুনানি হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষণও করা যাবে।
advertisement
5/6
এদিকে, আইপ্যাক কাণ্ডে ইডির মামলা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তালিকাভুক্ত হল সুপ্রিম কোর্টে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে নথিভূক্ত হল এই মামলা।
এদিকে, আইপ্যাক কাণ্ডে ইডির মামলা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তালিকাভুক্ত হল সুপ্রিম কোর্টে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে নথিভূক্ত হল এই মামলা।
advertisement
6/6
এদিন ইডির আইনজীবী এএসজি রাজু আরও বলেন, ''তৃণমূল কংগ্রেসের করা মামলায় মমতা বন্দোপাধ্যায়, ডিজিপি-কে মামলায় যতক্ষণ না পার্টি করা হচ্ছে, ততক্ষণ এই মামলার শুনানি হতে পারে না।'' ইডির অভিযোগ, ''ইডি অভিযানের নথি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন। সেই নথি ইডি-কে ফেরত দেওয়া হোক। কারণ ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি।'' আইনজীবী রাজু আরও বলেন, ''তৃণমূলের হয়ে মামলাকারী শুভাশিস চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অথচ মামলায় শপথ নিয়ে ভুল তথ্য জানিয়েছেন। গুঞ্জনে গা ভাসিয়ে মামলা হয় না।''
এদিন ইডির আইনজীবী এএসজি রাজু আরও বলেন, ''তৃণমূল কংগ্রেসের করা মামলায় মমতা বন্দোপাধ্যায়, ডিজিপি-কে মামলায় যতক্ষণ না পার্টি করা হচ্ছে, ততক্ষণ এই মামলার শুনানি হতে পারে না।'' ইডির অভিযোগ, ''ইডি অভিযানের নথি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন। সেই নথি ইডি-কে ফেরত দেওয়া হোক। কারণ ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি।'' আইনজীবী রাজু আরও বলেন, ''তৃণমূলের হয়ে মামলাকারী শুভাশিস চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অথচ মামলায় শপথ নিয়ে ভুল তথ্য জানিয়েছেন। গুঞ্জনে গা ভাসিয়ে মামলা হয় না।''
advertisement
advertisement
advertisement