Junior Miss India: ষোড়শীর রুপে কুপোকাত গোটা দেশ, জিতলেন জুনিয়র মিস ইন্ডিয়ার রানার্স আপ খেতাব! গুসকরার সুন্দরীকে দেখলে চোখ ফেরানো কঠিন
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Junior Miss India: জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ১৭২ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেকেন্ড রানার্স আপ হয়েছেন শ্রেষ্ঠা।
গুসকরার মেয়ে শ্রেষ্ঠার সাফল্যে গর্বে ভাসছে গোটা গুসকরা শহর এবং কার্যত পুরো রাজ্য। সম্প্রতি অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সারা দেশের ১৭২ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেকেন্ড রানার্স আপ হয়ে এক অনন্য নজির গড়েছে শ্রেষ্ঠা। পাশাপাশি ‘মিস চার্মিং’ খেতাব জিতে নিয়ে তিনি আরও একবার প্রমাণ করেছে নিজের আত্মবিশ্বাস ও প্রতিভা। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি মধ্যরাতে শ্রেষ্ঠার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের প্রায় ২২ থেকে ২৩টি মেট্রোপলিটন শহরে প্রাথমিক অডিশনের পর নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ৬, ৭ ও ৮ জানুয়ারি টানা তিন দিন ধরে চলে এই জমকালো প্রতিযোগিতা।
advertisement
প্রতিযোগিতার প্রথম দিনে ছিল কালচারাল রাউন্ড, যেখানে নিজের সংস্কৃতি ও ব্যক্তিত্ব তুলে ধরার সুযোগ পায় প্রতিযোগীরা। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ডিজাইনার রাউন্ড, আর শেষদিন গ্র্যান্ড ফাইনালে মেধা, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়ে বিচারকদের নজর কাড়ে শ্রেষ্ঠা। প্রতিটি রাউন্ডেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে সাফল্যের শিখরে পৌঁছন তিনি।
advertisement
advertisement









