East Bardhaman News: লম্বায় প্রায় ১০ ফুট! বর্ধমানের সবজি স্টলে দৈত্যাকার মানকচু, সাইজ দেখেই হাঁ সবাই
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: ‘১০ ফুটের মানকচু, এটা কীভাবে সম্ভব?’ এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মুখে মুখে। বিশালাকার এই সবজি দেখে থমকে যাচ্ছেন অনেকেই।
পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর লোকসংস্কৃতি উৎসব কৃষি ও হস্তশিল্প মেলায় এই বছর সবথেকে বেশি নজর কেড়েছে সবজির প্রদর্শনী স্টলে রাখা এক বিশালাকার মানকচু। প্রায় দশ ফুট লম্বা এই মানকচু দেখে রীতিমতো চমকে যাচ্ছেন মেলায় আসা মানুষ। এমন ব্যতিক্রমী সবজি প্রদর্শনীতে আসবে, তা কল্পনাও করতে পারেননি অনেকেই। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
নকুল দেবনাথ বলেন, “ছোটবেলা থেকেই চাষের প্রতি ঝোঁক রয়েছে। বাড়িতে নিজের খাওয়ার জন্যই টুকটাক চাষ করি। সেই ভাবনা থেকেই এই মানকচু লাগিয়েছিলাম। তবে ইচ্ছা ছিল, একদিন কৃষি প্রদর্শনী স্টলে আমিও নিজের চাষ করা সবজি রাখব। সেই লক্ষ্যেই ছয় বছরেরও বেশি সময় ধরে যত্ন করে এই মানকচু বড় করেছি। কখনও কেটে ফেলার ইচ্ছা হয়নি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতেই চাষ করেছি। আজ সবাই এটা দেখে আনন্দ পাচ্ছেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
advertisement







