হাইকোর্টে 'ফাইল' নিখোঁজ, 'হাফপ্যান্ট' দাওয়াই বিচারপতির...! বাতলে দিলেন চমকপ্রদ 'সমাধান'
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Calcutta High Court: প্রায়ই একাধিক মামলায় ফাইল নিখোঁজের অভিযোগ ওঠে হাইকোর্টে। এবার এই প্রসঙ্গে চমকপ্রদ সমাধান বাতলে দিলেন খোদ বিচারপতি। বিস্ফোরক মন্তব্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কী সমাধান বললেন বিচারপতি?
advertisement
advertisement
advertisement
বিচারপতি'র আরও মন্তব্য, "ফাইল খুঁজে আনার জন্য সংশ্লিষ্ট সব কর্মী এবং আধিকারিকদের বলেছি। তারপরেও কোনও লাভ হয়নি। সমস্যার সমাধান সূত্র একটাই বিচারপতি মামলার শুনানি করবে, নির্দেশ দেবে, কোনও মামলার ফাইল নিখোঁজ থাকলে কোর্ট শেষে হাফপ্যান্ট গেঞ্জি পড়ে কোর্ট রুমে ফাইল খুঁজবে। এটাতেই সব পক্ষের সমস্যার সমাধান হবে।"







