সুইমস্যুট ক্যালেন্ডারের জন্য তৈরি শহরের নতুন ‘ফেস’রা
Last Updated:
ক্যালেন্ডারের কভার গার্ল যেখানে বলিউডের অভিনেত্রী সোনালি রউত , সেখানে বাকিদের মধ্যেও ‘Oomph’ ফ্যাক্টর থাকাটা তো মাস্ট ৷
এবছর ফেস ক্যালেন্ডারের থিম হল ‘স্যুইমস্যুট’ ৷ ক্যালেন্ডারের কভার গার্ল যেখানে বলিউডের অভিনেত্রী সোনালি রউত , সেখানে বাকিদের মধ্যেও ‘Oomph’ ফ্যাক্টর থাকাটা তো মাস্ট ৷ সোনালির পাশাপাশি তাই শহরের সেরা ১২ ক্যালেন্ডার মডেলদের বাছাই করার লক্ষ্যে কন্টেস্টেন্টদের নিয়ে গ্রুমিং পর্ব বেশ কিছুদিন হল শুরু করে দিয়েছেন নীল রায় এবং তাঁর টিম ৷ ইতিমধ্যেই আরও চার জন ওয়াইল্ড কার্ড কন্টেস্টেন্টও যোগ দিয়েছেন বাকীদের সঙ্গে ৷ তাঁরা হলেন Jessica Aaron, Priyanka Mishra, Amrita Das এবং Payel Raha ৷ নভেম্বরের ২৫ তারিখের মধ্যেই টপ ১২ ‘ক্যালেন্ডার গার্লস ও বয়েজ’ বাছাইয়ের কাজটি সম্পূর্ণ করে ফেলা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷ এবারের থিম যেহেতু স্যুইমওয়ার ৷ তাই মডেলরা বিকিনিতে কতটা স্বচ্ছন্দ্য তা সম্প্রতি দেখে নেওয়া হল ৷ আর এই পর্বের বিচারকদের ভূমিকায় ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ ৷ ( Story: Siddhartha Sarkar)
advertisement
advertisement
advertisement