Howrah Waterlogged : মানুষকে নিয়ে 'ছেলেখেলা' শুরু করেছে বৃষ্টি! দ্বিতীয়াতেই অবস্থা খারাপ হাওড়ার! পুজোর পাকা ধানে মই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah Weather : এ যেন মেঘ ভাঙা বৃষ্টি! এক রাতেই ছবি বদল হাওড়া'র। দেবীপক্ষের শুরু হয়েছে। এমন অবস্থায় প্রবল বৃষ্টিতে ভাসছে শহর, দুর্ভোগ মানুষের।
advertisement
সোমবার রাত থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জনমগ্ন শহর। কলকাতার পাশাপাশি হাওড়া জেলা জুড়ে অতিবৃষ্টি। বৃষ্টির জেরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। আর এইপুজোর উৎসবের শুরুতে ব্যাপক সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। হাওড়া শহরের টিকিয়াপাড়া বি রোড, সি রোড, বামনগাছি, দাস নগরের মত বিভিন্ন এলাকা জলমগ্ন।
advertisement
এবার বর্ষার শুরু থেকে বৃষ্টির দাপট চলছেই। বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু মহালয়ার আগে পর্যন্ত বেশ কিছুদিন রোদ ঝলমোল আকাশ বেশ কিছুটা স্বস্তি দিয়েছিল মানুষকে। তাতে পুজো প্রস্তুতির কাজেও অনেকটা স্বস্তি মিলেছে। সোমবার পর্যন্ত সেই ছবি বজায় থাকলেও হঠাৎ মঙ্গলবার সকালের আলো ফুটতে দেখা গেল অস্বস্তি ছবি। জল থৈথৈ এলাকা।
advertisement
পাকা ধানে মই এর মত অবস্থা জেলার পুজো উদ্যোক্তাদের কাছে। গত কয়েক মাস ধরে তিলে তিলে মণ্ডপ সজ্জা ও প্রতিমা তৈরির কাজ এগিয়েছে। এতদিন বৃষ্টির ফাঁকে ফাঁকে চলেছে কাজ। এভাবেই এগিয়েছে মণ্ডপেসজ্জা। কিন্তু আর সেই উপায় নেই। রাতারাতি কোথাও এক হাঁটু তো কোথাও কোমর পর্যন্ত জল। আবার কোথাও তার থেকে বেশি জল জমেছে। অন্যদিকে মাথার উপর কালো মেঘ। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে দুশ্চিন্তা আরও বেড়েছে।
advertisement
মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে দুর্ভোগের ছবি। শহর কলকাতার পাশাপাশি জলে ভাসছে হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। এই অতি বৃষ্টিতে নাজেহাল সাধারন মানুষ। সমস্যায় পুজো উদ্যোক্তা থাকে মৃৎশিল্পীরা। অন্যদিকে দুশ্চিন্তার কালো মেঘ ব্যবসায়ীদের কপালে। এখনও বাকি পুজো শেষ মুহূর্তের বেচা-কেনা। <strong>(ছবি ও তথ্য - রাকেশ মাইতি)</strong>