Travel: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? মালদহের এই জায়গায় এলেই চাহিদা মিটবে পর্যটকদের

Last Updated:

Travel: এই একই জায়গা থেকে সহজে বেড়াতে পারবেন মালদহের একাধিক পর্যটন স্থল। ছুটির দিনের পাশাপাশি সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে প্রাচীন ঐতিহাসিক এই এলাকায়। তবে এবারে নতুনভাবে পর্যটকদের টানতে রাজ্য সরকারের উদ্যোগে মালদহের গাজোল ব্লকের আদিনায় গড়ে উঠেছে বিশাল একটি ইকো পার্ক।

+
মালদহের

মালদহের আদিনা ইকো পার্ক

মালদহ, জিএম মোমিন: উইকেন্ড এর প্ল্যান বদলে এবারে ঘুরে আসুন মালদহের এই জায়গায়। থাকা খাওয়া ঘোরাফেরা ছুটি কাটবে আনন্দে। এই একই জায়গা থেকে সহজে বেড়াতে পারবেন মালদহের একাধিক পর্যটন স্থল। ছুটির দিনের পাশাপাশি সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে প্রাচীন ঐতিহাসিক এই এলাকায়। তবে এবারে নতুনভাবে পর্যটকদের টানতে রাজ্য সরকারের উদ্যোগে এই এলাকায় গড়ে উঠেছে বিশাল একটি ইকো পার্ক। প্রায় কয়েক একর এলাকাজুড়ে চারিদিকে প্রাকৃতিক বান্ধব এবং সবুজে ঘেরা প্রাচীর। তারই মাঝখানে প্রবেশপথে বিলাসবহুল ভবন। মালদহের গাজোল ব্লকের আদিনা ইকো পার্কের সবুজে ভরা এমন মনোরম পরিবেশ টানছে পর্যটকদের।
পার্কে ঘুরতে আসা এক পর্যটক গোবিন্দ রাম জানান, ‘এলাকায় ঐতিহাসিক নিদর্শন থাকলেও এই রকম ঘোরাফেরার মত মনোরম পরিবেশগত জায়গা ছিল না। এই এলাকায় ঘোরাফেরার জন্য একাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ছুটির দিনে প্রায় এই এলাকায় ঘুরতে আসি। তবে এই ইকো পার্কে এসে আলাদাই অনুভূতি মিলছে।’
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
পার্কের টিকিট কাউন্টারের এক কর্মী সুকুমার মন্ডল জানান, ‘প্রায় পাঁচ বছর আগে এই ইকো পার্ক চালু হয়েছে। তবে সম্পূর্ণরূপে কাজ এখন‌ও বাকি রয়েছে। নিত্য নতুন ফুলের গাছ এবং বসার মত আরামদায়ক জায়গা রয়েছে পার্কে। পাশাপাশি রাত্রি নিবাস, বোটিং, সেলফি জোন ও বাচ্চাদের খেলাধুলা-সহ একাধিক ব্যবস্থা রয়েছে এই পার্কে।’
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট
মালদহ জেলার পর্যটন স্থল গুলির মধ্যে অন্যতম হচ্ছে গৌড় এবং আদিনা। প্রাচীন বাংলার একাধিক ইতিহাস বর্ণনা পায় এই দুই জায়গায় গেলে। আদিনা এলাকায় একাধিক ঐতিহাসিক নিদর্শন থাকলেও পর্যটকদের জন্য সেখানে থাকার মত সুব্যবস্থা ছিল না এতদিন। তবে এবারে আদিনা ইকো পার্কে রাত্রি নিবাসের পাশাপাশি মনোরম পরিবেশের দৃশ্য পর্যটকদের আকর্ষিত করবে বলে অভিমত প্রশাসনিক কর্তাদের।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? মালদহের এই জায়গায় এলেই চাহিদা মিটবে পর্যটকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement