Travel: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? মালদহের এই জায়গায় এলেই চাহিদা মিটবে পর্যটকদের
- Reported by:Jiam Momin
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Travel: এই একই জায়গা থেকে সহজে বেড়াতে পারবেন মালদহের একাধিক পর্যটন স্থল। ছুটির দিনের পাশাপাশি সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে প্রাচীন ঐতিহাসিক এই এলাকায়। তবে এবারে নতুনভাবে পর্যটকদের টানতে রাজ্য সরকারের উদ্যোগে মালদহের গাজোল ব্লকের আদিনায় গড়ে উঠেছে বিশাল একটি ইকো পার্ক।
মালদহ, জিএম মোমিন: উইকেন্ড এর প্ল্যান বদলে এবারে ঘুরে আসুন মালদহের এই জায়গায়। থাকা খাওয়া ঘোরাফেরা ছুটি কাটবে আনন্দে। এই একই জায়গা থেকে সহজে বেড়াতে পারবেন মালদহের একাধিক পর্যটন স্থল। ছুটির দিনের পাশাপাশি সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে প্রাচীন ঐতিহাসিক এই এলাকায়। তবে এবারে নতুনভাবে পর্যটকদের টানতে রাজ্য সরকারের উদ্যোগে এই এলাকায় গড়ে উঠেছে বিশাল একটি ইকো পার্ক। প্রায় কয়েক একর এলাকাজুড়ে চারিদিকে প্রাকৃতিক বান্ধব এবং সবুজে ঘেরা প্রাচীর। তারই মাঝখানে প্রবেশপথে বিলাসবহুল ভবন। মালদহের গাজোল ব্লকের আদিনা ইকো পার্কের সবুজে ভরা এমন মনোরম পরিবেশ টানছে পর্যটকদের।
পার্কে ঘুরতে আসা এক পর্যটক গোবিন্দ রাম জানান, ‘এলাকায় ঐতিহাসিক নিদর্শন থাকলেও এই রকম ঘোরাফেরার মত মনোরম পরিবেশগত জায়গা ছিল না। এই এলাকায় ঘোরাফেরার জন্য একাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ছুটির দিনে প্রায় এই এলাকায় ঘুরতে আসি। তবে এই ইকো পার্কে এসে আলাদাই অনুভূতি মিলছে।’
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
পার্কের টিকিট কাউন্টারের এক কর্মী সুকুমার মন্ডল জানান, ‘প্রায় পাঁচ বছর আগে এই ইকো পার্ক চালু হয়েছে। তবে সম্পূর্ণরূপে কাজ এখনও বাকি রয়েছে। নিত্য নতুন ফুলের গাছ এবং বসার মত আরামদায়ক জায়গা রয়েছে পার্কে। পাশাপাশি রাত্রি নিবাস, বোটিং, সেলফি জোন ও বাচ্চাদের খেলাধুলা-সহ একাধিক ব্যবস্থা রয়েছে এই পার্কে।’
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট
মালদহ জেলার পর্যটন স্থল গুলির মধ্যে অন্যতম হচ্ছে গৌড় এবং আদিনা। প্রাচীন বাংলার একাধিক ইতিহাস বর্ণনা পায় এই দুই জায়গায় গেলে। আদিনা এলাকায় একাধিক ঐতিহাসিক নিদর্শন থাকলেও পর্যটকদের জন্য সেখানে থাকার মত সুব্যবস্থা ছিল না এতদিন। তবে এবারে আদিনা ইকো পার্কে রাত্রি নিবাসের পাশাপাশি মনোরম পরিবেশের দৃশ্য পর্যটকদের আকর্ষিত করবে বলে অভিমত প্রশাসনিক কর্তাদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? মালদহের এই জায়গায় এলেই চাহিদা মিটবে পর্যটকদের








