Wi-Fi Security Warning: ফ্রি পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করছেন? অজান্তেই বিপদ ডাকছেন! ১ ভুলেই পুরো অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Dangers of Public WiFi: কেন্দ্রীয় সরকার নোটিস জারি করেছে, পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে কোনও আর্থিক লেনদেন বা সংবেদনশীল কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতে সাইবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে।
ইউজারদের দোষ ঠিক দেওয়া যায় না! এটা তো সত্যি কথাই যে ওয়াই-ফাইতে ফোন কানেক্ট করা থাকলে তা যে মসৃণ অভিজ্ঞতা দেয়, তেমনটা ফোনের ডেটা দিতে পারে না। সঙ্গে আবার রয়েছে ফোনের ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার ভয়ও, যতই বেশি হোক, সীমা তো তার দৈনিক! অতএব, কাফে, রেস্তোরাঁ, বার, এয়ারপোর্ট লাউঞ্জ, ট্রেনের ওয়েটিং রুম- সব জায়গাতেই সবাই পাবলিক ওয়াই-ফাই কানেক্ট করার জন্য মুখিয়ে থাকেন, ডেকে ডেকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে নেন। ভাবেন, এবার যেন মুঠোয় চাঁদ এল!
advertisement
একই সঙ্গে কিন্তু ইউজারের ডেটাও হ্যাকারের হাতের মুঠোয় এল, সেটাও ভুললে চলবে না। এবার হ্যাকার যদি ফোনে অ্যাক্সেস পায়, ইউজারের সম্পর্কে সব তথ্য জেনে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ হাতিয়ে পথে বসাবে, ছবি-ভিডিও ব্যবহার করেও অপরাধের মুখে ফেলতে পারে। সে কারণেই ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এক নতুন নোটিস জারি করেছে। নাগরিকদের পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যাঙ্কিং বা অনলাইন কেনাকাটার মতো কাজ থেকে সতর্ক করা হয়েছে।
advertisement
পাবলিক ওয়াই-ফাইতে নিরাপত্তার অভাবই এর প্রধান এবং একমাত্র কারণ! CERT-In জানিয়েছে যে সাইবার অপরাধীরা সহজেই পাবলিক ওয়াই-ফাইয়ের অনিরাপদ কানেকশন হ্যাক করতে পারে, এর ফলে ডেটা চুরি এবং ইউজারের আর্থিক ক্ষতি হতে পারে। সরকার তাই নাগরিকদের এই ধরনের নেটওয়ার্কে কানেক্টেড থাকার সময়ে আর্থিক লেনদেন করা বা ব্যক্তিগত তথ্য দেওয়া এড়ানোর পরামর্শ দিয়েছে।
advertisement
advertisement
advertisement
এ তো গেল একেবারে সাধারণ এবং প্রাথমিক সতর্কতার বিষয়। CERT-In কিন্তু এখানেই কেবল থেমে থাকেনি। জানলে অনেকে ভয় পেতেই পারেন, তবে সরকারি সংস্থাটি সাফ বলেছে যে, যদি যথাযথ সতর্কতা অবলম্বন না করা হয়, তাহলে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে ই-মেল চেক করা বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করার মতো সাধারণ কাজও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।









