Mobile Phone: ফোনের খালি বক্স আবর্জনা ভেবে ফেলবেন না, এতেই লুকিয়ে থাকে 'গুপ্তধন'! সমস্যার সমাধান এতেই
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ফোনের খালি বাক্স আবর্জনা ভেবে ফেলে দেবেন না, এখানেই এমন কিছু লেখা থাকে যা অনেক সমস্যার সমাধান করতে পারে
advertisement
অনেকেরই অভ্যাস আছে নতুন ফোন ক্রয় করার পর সেই ফোনের বাক্স কিছুদিন রাখার পর ফেলে দেওয়ার। কেউ কেউ আবার এক বছরের জন্যও ফোনের বাক্স রেখে দেয়। কিন্তু, অনেক সময় তারা নতুন ফোনের বক্সটিও ফেলে দেয়। যদিও, সেই ফোন ব্যবহার করা অবস্থায় এটি করা উচিত নয়। এর অনেকগুলি কারণ রয়েছে কিন্তু, এই বিষয়গুলো অনেকেই জানে না। ফোনের খালি বাক্স আবর্জনা নয়। মোবাইলের সবকিছু লেখা থাকে, যা অনেক সমস্যার সমাধান করতে পারে। আমরা আজ এখানে সেই কারণগুলি সম্পর্কে বলতে যাচ্ছি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement