AC: ইনভার্টার এসি বাজারে চলছে খুব! AC-তে 'ইনভার্টার' ব্যাপারটা আসলে কী? অনেকে জানেন না

Last Updated:
Air Conditioner- ইনভার্টার এসি হলে এসির কম্প্রেসার নিজে থেকেই গতি বাড়াতে বা কমাতে পারে। আর সেটা হয় ঘরের তাপমাত্রা অনুযায়ী। এই প্রযুক্তি থাকলে এসি তুলনামূলক কম বিদ্যুৎ বিল তোলে।
1/6
ইনভার্টার এসি নেবেন, নাকি নন-ইনভার্টার? এসি কিনেতে গেলে আজকাল অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হন। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক কিছু না জেনেই গ্রাহকরা ইনভার্টার এসি কিনতে রাজি হয়ে যান। কিন্তু জানেন কি, এসিতে ইনভার্টার বিষয়টা আসলে কী!
ইনভার্টার এসি নেবেন, নাকি নন-ইনভার্টার? এসি কিনেতে গেলে আজকাল অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হন। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক কিছু না জেনেই গ্রাহকরা ইনভার্টার এসি কিনতে রাজি হয়ে যান। কিন্তু জানেন কি, এসিতে ইনভার্টার বিষয়টা আসলে কী!
advertisement
2/6
অনেকেরই ধারণা, এসিতে ইনভার্টার মানে ব্যাকআপ পাওয়ার যুক্ত একটি যন্ত্র। তবে আদতে ব্যাপারটা তা নয়। এসিতে 'ইনভার্টার' শব্দটি কিন্তু একেবারে অন্য এক কারণে ব্যবহার করা হয়।
অনেকেরই ধারণা, এসিতে ইনভার্টার মানে ব্যাকআপ পাওয়ার যুক্ত একটি যন্ত্র। তবে আদতে ব্যাপারটা তা নয়। এসিতে 'ইনভার্টার' শব্দটি কিন্তু একেবারে অন্য এক কারণে ব্যবহার করা হয়।
advertisement
3/6
ইনভার্টার এসি মানে এসির পাওয়ার ব্যাকআপ বোঝায় না। এটি কম্প্রেসার কন্ট্রোল প্রযুক্তি। অর্থাৎ, এসির কম্প্রেসার ঘরের তাপমাত্রা অনুযায়ী পরিচালিত হবে।
ইনভার্টার এসি মানে এসির পাওয়ার ব্যাকআপ বোঝায় না। এটি কম্প্রেসার কন্ট্রোল প্রযুক্তি। অর্থাৎ, এসির কম্প্রেসার ঘরের তাপমাত্রা অনুযায়ী পরিচালিত হবে।
advertisement
4/6
ইনভার্টার এসি হলে  এসির কম্প্রেসার নিজে থেকেই গতি বাড়াতে বা কমাতে পারে। আর সেটা হয় ঘরের তাপমাত্রা অনুযায়ী। এই প্রযুক্তি থাকলে এসি তুলনামূলক কম বিদ্যুৎ বিল তোলে।
ইনভার্টার এসি হলে এসির কম্প্রেসার নিজে থেকেই গতি বাড়াতে বা কমাতে পারে। আর সেটা হয় ঘরের তাপমাত্রা অনুযায়ী। এই প্রযুক্তি থাকলে এসি তুলনামূলক কম বিদ্যুৎ বিল তোলে।
advertisement
5/6
নন ইনভার্টার এসি হলে কম্প্রেসার হয় একেবারে চালু হয় বা বন্ধ। কম্প্রেসারের গত ঘরের তাপমাত্রা অনুযায়ী কম বা বেশি হয় না। ফলে তাতে এসি চললে কিছুটা বেশি বিদ্যুৎ পোড়ে।
নন ইনভার্টার এসি হলে কম্প্রেসার হয় একেবারে চালু হয় বা বন্ধ। কম্প্রেসারের গত ঘরের তাপমাত্রা অনুযায়ী কম বা বেশি হয় না। ফলে তাতে এসি চললে কিছুটা বেশি বিদ্যুৎ পোড়ে।
advertisement
6/6
ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী স্মার্টলি গতি নিয়ন্ত্রণ করে। ফলে বিদ্যুতের বিলে আপনি কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। আর নন ইনভার্টার এসির ক্ষেত্রে ঘরের তাপমাত্রা ওঠানামা করে না।
ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী স্মার্টলি গতি নিয়ন্ত্রণ করে। ফলে বিদ্যুতের বিলে আপনি কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। আর নন ইনভার্টার এসির ক্ষেত্রে ঘরের তাপমাত্রা ওঠানামা করে না। এই এসিতে কম্প্রেসর খুব বেশি আওয়াজ করে না।
advertisement
advertisement
advertisement