Lionel Messi GOAT Tour : কলকাতায় চরম বিশৃঙ্খলা! আর কি কখনও ভারতে আসতে চান? দিল্লিতে দাঁড়িয়ে মেসি বলে গেলেন মনের কথা, কোনও রাখঢাক রাখলেন না

Last Updated:
Lionel Messi : মেসি বললেন, এখানে আসার পর থেকে এত ভালবাসা পেলাম। সব স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে আসব। না হলে অন্য কোনও কারণে আসব।
1/5
ভারতীয় ফুটবল ভক্তদের কাছে স্বপ্নের সফর। লিওনেল মেসি এলেন একদম তাঁদের হাতে নাগালে। চারটি শহরে ঘুরলেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি। তার মধ্যে একমাত্র কলকাতাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। বাকি তিনটি শহরে মেসি থাকলেন ভক্তদের নাগালে, চোখের সামনে।
ভারতীয় ফুটবল ভক্তদের কাছে স্বপ্নের সফর। লিওনেল মেসি এলেন একদম তাঁদের হাতে নাগালে। চারটি শহরে ঘুরলেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি। তার মধ্যে একমাত্র কলকাতাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। বাকি তিনটি শহরে মেসি থাকলেন ভক্তদের নাগালে, চোখের সামনে।
advertisement
2/5
ভারতে এসে ভক্তদের ভালবাসায় আপ্লুত মেসি। তবে একটা প্রশ্ন থেকে গেল অনেকের মনে। কলকাতায় যে বিশৃঙ্খলা হল তাতে তো মেসি নিজেও বেশ বিরক্ত ছিলেন। তা হলে কি মেসি আর ভারতে আসবেন কখনও?
ভারতে এসে ভক্তদের ভালবাসায় আপ্লুত মেসি। তবে একটা প্রশ্ন থেকে গেল অনেকের মনে। কলকাতায় যে বিশৃঙ্খলা হল তাতে তো মেসি নিজেও বেশ বিরক্ত ছিলেন। তা হলে কি মেসি আর ভারতে আসবেন কখনও?
advertisement
3/5
দিল্লিতে দাঁড়িয়ে মেসি কিন্তু বলে গেলেন, সুযোগ হলে তিনি আবার আসবেন ভারতে। ৩৫ মিনিটের অনুষ্ঠানের পর মাইক হাতে তুলে নেন মেসি। তার পর ধন্যবাদ জানান ভক্তদের।
দিল্লিতে দাঁড়িয়ে মেসি কিন্তু বলে গেলেন, সুযোগ হলে তিনি আবার আসবেন ভারতে। ৩৫ মিনিটের অনুষ্ঠানের পর মাইক হাতে তুলে নেন মেসি। তার পর ধন্যবাদ জানান ভক্তদের।
advertisement
4/5
মেসি বললেন, এখানে আসার পর থেকে এত  ভালবাসা পেলাম। সব স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে আসব। না হলে অন্য কোনও কারণে আসব। অবশ্যই আবার ভারতে আসব। এত ভালবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
মেসি বললেন, এখানে আসার পর থেকে এত ভালবাসা পেলাম। সব স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে আসব। না হলে অন্য কোনও কারণে আসব। অবশ্যই আবার ভারতে আসব। এত ভালবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
advertisement
5/5
মেসি অবশ্য এদিন কথা বলেন স্প্যানিশে। তিনি আরও বলেন, কয়েকটা দিন আমাদের দারুন কাটল। এখান থেকে অনেক ভালবাসা সঙ্গে নিয়ে ফিরছি। এই সফরের কথা আমাদের মনে থাকবে। এত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
মেসি অবশ্য এদিন কথা বলেন স্প্যানিশে। তিনি আরও বলেন, কয়েকটা দিন আমাদের দারুন কাটল। এখান থেকে অনেক ভালবাসা সঙ্গে নিয়ে ফিরছি। এই সফরের কথা আমাদের মনে থাকবে। এত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
advertisement
advertisement
advertisement