WhatsApp Update: অন্যদের সঙ্গে চ্যাট করার জন্য ইউজারনেম শেয়ার করার সুযোগ পাবেন WhatsApp ব্যবহারকারীরা, কীভাবে? জেনে নিন বিশদে

Last Updated:
WhatsApp গ্রুপে থাকা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরিবর্তন। শুধু তা-ই নয়, ব্যবসা এবং অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন চ্যাটের ক্ষেত্রেও এটা সুবিধাজনক হবে।
1/6
অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য সাধারণত নম্বর ব্যবহার করে WhatsApp। কিন্তু এই ব্যবস্থা অবশেষে পরিবর্তিত হতে চলেছে। কারণ জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ইউজারনেম সাপোর্টের সুবিধা আনতে চলেছে। এই বিশেষ ফিচারটির বিষয়ে আমরা ব্যবহারকারীরা বেশ কয়েক বছর ধরে শুনে আসছি। কিন্তু এখন WaBetaInfo আরও একবার দাবি করছে যে, এই টুলটি নিজেরাই তৈরি করছে সংশ্লিষ্ট মেসেজিং প্ল্যাটফর্ম। ফলে ব্যবহারকারীদের প্রিভেসি বা গোপনীয়তাও আরও বৃদ্ধি পাবে।
অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য সাধারণত নম্বর ব্যবহার করে WhatsApp। কিন্তু এই ব্যবস্থা অবশেষে পরিবর্তিত হতে চলেছে। কারণ জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ইউজারনেম সাপোর্টের সুবিধা আনতে চলেছে। এই বিশেষ ফিচারটির বিষয়ে আমরা ব্যবহারকারীরা বেশ কয়েক বছর ধরে শুনে আসছি। কিন্তু এখন WaBetaInfo আরও একবার দাবি করছে যে, এই টুলটি নিজেরাই তৈরি করছে সংশ্লিষ্ট মেসেজিং প্ল্যাটফর্ম। ফলে ব্যবহারকারীদের প্রিভেসি বা গোপনীয়তাও আরও বৃদ্ধি পাবে।
advertisement
2/6
iOS ডিভাইসের জন্য WhatsApp বিটা অ্যাপে এই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে Android ভার্সনের ক্ষেত্রেও এই বিষয়ে কিছু পরিবর্তন আসতে খুব বেশি দেরি হবে বলে মনে হয় না।
iOS ডিভাইসের জন্য WhatsApp বিটা অ্যাপে এই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে Android ভার্সনের ক্ষেত্রেও এই বিষয়ে কিছু পরিবর্তন আসতে খুব বেশি দেরি হবে বলে মনে হয় না।
advertisement
3/6
WhatsApp-এর জন্য ইউজারনেম: অত্যন্ত জরুরি: WhatsApp এই ইউজারনেম ফিচার আনার ফলে অজ্ঞাতপরিচয় ব্যবহারকারীর সঙ্গে নিজেদের নম্বর ভাগ করে নিতে হবে না ব্যবহারকারীদের সঙ্গে। বহু বছর ধরে এটা বেশ বড়সড় গোপনীয়তা সংক্রান্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ব্যবহারকারী নিজেই এই ইউজারনেম ঠিক করতে পারেন। এর ফলে তাঁদের একটা অনন্য পরিচয় থাকবে। যা অন্য ব্যবহারকারীদের সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নিতে পারবেন। ফলে ফোন নম্বর জানাজানি হয়ে যাওয়া কিংবা ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে না।
WhatsApp-এর জন্য ইউজারনেম: অত্যন্ত জরুরি: WhatsApp এই ইউজারনেম ফিচার আনার ফলে অজ্ঞাতপরিচয় ব্যবহারকারীর সঙ্গে নিজেদের নম্বর ভাগ করে নিতে হবে না ব্যবহারকারীদের সঙ্গে। বহু বছর ধরে এটা বেশ বড়সড় গোপনীয়তা সংক্রান্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ব্যবহারকারী নিজেই এই ইউজারনেম ঠিক করতে পারেন। এর ফলে তাঁদের একটা অনন্য পরিচয় থাকবে। যা অন্য ব্যবহারকারীদের সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নিতে পারবেন। ফলে ফোন নম্বর জানাজানি হয়ে যাওয়া কিংবা ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকবে না।
advertisement
4/6
বিশেষ করে WhatsApp গ্রুপে থাকা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরিবর্তন। শুধু তা-ই নয়, ব্যবসা এবং অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন চ্যাটের ক্ষেত্রেও এটা সুবিধাজনক হবে। ২০২৩ সালে প্রথম বারের জন্য WhatsApp-এ ইউজারনেমের প্রথম নমুনার উল্লেখ করা হয়েছিল। অবশেষে সেটাই ব্যবহারকারীরা এবার পেতে চলেছেন।
বিশেষ করে WhatsApp গ্রুপে থাকা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরিবর্তন। শুধু তা-ই নয়, ব্যবসা এবং অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন চ্যাটের ক্ষেত্রেও এটা সুবিধাজনক হবে। ২০২৩ সালে প্রথম বারের জন্য WhatsApp-এ ইউজারনেমের প্রথম নমুনার উল্লেখ করা হয়েছিল। অবশেষে সেটাই ব্যবহারকারীরা এবার পেতে চলেছেন।
advertisement
5/6
টিপস্টারের পরামর্শ, কীভাবে ইউজারনেম তৈরি হবে এবং কীভাবে অ্যাপে তা ব্যবহার করা হবে, এই সংক্রান্ত বিষয়ে কিছু নিয়ম আনবে WhatsApp। মনে করা হচ্ছে যে, এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি ইউজারনেম সেট-আপ করার নির্দেশ দেবে। আর এই ইউজারনেমে কম করে একটি অক্ষর এবং নম্বর আর প্রতীকী চিহ্ন থাকতেই হবে। কিছু কারণে ব্যবহারকারীদের উদ্দেশ্যে WhatsApp বলছে যে, ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না। সেই সঙ্গে ব্যবহারকারীর নাম যাচাই করা হবে। যাতে জানা যায় যে, সেই আইডি-টি উপলব্ধ কি না কিংবা সেটি আগে থেকেই ব্যবহৃত হচ্ছে কি না।
টিপস্টারের পরামর্শ, কীভাবে ইউজারনেম তৈরি হবে এবং কীভাবে অ্যাপে তা ব্যবহার করা হবে, এই সংক্রান্ত বিষয়ে কিছু নিয়ম আনবে WhatsApp। মনে করা হচ্ছে যে, এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি ইউজারনেম সেট-আপ করার নির্দেশ দেবে। আর এই ইউজারনেমে কম করে একটি অক্ষর এবং নম্বর আর প্রতীকী চিহ্ন থাকতেই হবে। কিছু কারণে ব্যবহারকারীদের উদ্দেশ্যে WhatsApp বলছে যে, ইউজারনেম ‘www’ দিয়ে শুরু করা যাবে না। সেই সঙ্গে ব্যবহারকারীর নাম যাচাই করা হবে। যাতে জানা যায় যে, সেই আইডি-টি উপলব্ধ কি না কিংবা সেটি আগে থেকেই ব্যবহৃত হচ্ছে কি না।
advertisement
6/6
এখানেই শেষ নয়, ইউজারনেম এডিট করার বিকল্পও যোগ করতে পারে WhatsApp। অদূর ভবিষ্যতে WhatsApp ওয়েব ভার্সনে এটি পাওয়া যেতে পারে। তাহলে কবে থেকে এই ফিচার পাকাপাকি ভাবে পাওয়া যাবে WhatsApp-এ? এই বিষয়ে স্পষ্ট করে কোনও দিনক্ষণের কথা জানানো হয়নি। পরবর্তী কয়েক সপ্তাহ কিংবা মাসে কোম্পানি কিছু আপডেট দিতে পারে।
এখানেই শেষ নয়, ইউজারনেম এডিট করার বিকল্পও যোগ করতে পারে WhatsApp। অদূর ভবিষ্যতে WhatsApp ওয়েব ভার্সনে এটি পাওয়া যেতে পারে। তাহলে কবে থেকে এই ফিচার পাকাপাকি ভাবে পাওয়া যাবে WhatsApp-এ? এই বিষয়ে স্পষ্ট করে কোনও দিনক্ষণের কথা জানানো হয়নি। পরবর্তী কয়েক সপ্তাহ কিংবা মাসে কোম্পানি কিছু আপডেট দিতে পারে।
advertisement
advertisement
advertisement