অনেক সময় দেখা যায় সমাজ মাধ্যমে আসক্ত হয়ে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে বলেও অনেকে এর থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু এসমস্ত অ্যাপ থেকে নিজেকে সরিয়ে ফেলা খুব সহজ কাজ নয়। কেউ যদি চান WhatsApp-কে বিদায় জানাতে, তাহলে কিছু কাজ করতে হবে। শুধু অ্যাপ আন-ইনস্টল করে কোনও লাভ হবে না। WhatsApp থেকে নিজের অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলতে চাইলে কয়েকটি পদক্ষেপ করতে হবে।