হোম » ছবি » প্রযুক্তি » WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখুন কী কী করতে হবে

WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

  • 19

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    WhatsApp সারা বিশ্বে খুবই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। কিন্তু, কিছু মানুষ অন্য অ্যাপে থাকতে পছন্দ করেন। সেক্ষেত্রে WhatsApp-এর বিকল্প হিসেবে বাজারে রয়েছে টেলিগ্রাম, সিগন্যাল, আইমেসেজ এবং লাইনের মতো অনেক অ্যাপ রয়েছে।

    MORE
    GALLERIES

  • 29

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    অনেক সময় দেখা যায় সমাজ মাধ্যমে আসক্ত হয়ে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে বলেও অনেকে এর থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু এসমস্ত অ্যাপ থেকে নিজেকে সরিয়ে ফেলা খুব সহজ কাজ নয়। কেউ যদি চান WhatsApp-কে বিদায় জানাতে, তাহলে কিছু কাজ করতে হবে। শুধু অ্যাপ আন-ইনস্টল করে কোনও লাভ হবে না। WhatsApp থেকে নিজের অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলতে চাইলে কয়েকটি পদক্ষেপ করতে হবে।

    MORE
    GALLERIES

  • 39

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    যদি কোনও iOS ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টটি মুছে ফেলতে চান, তা হলে তাঁকে প্রথমেই নিজের iPhone-এ গিয়ে WhatsApp অ্যাপটি খুলতে হবে। এর পরে, নিচের ডান কোণ থেকে Settings ট্যাবে ট্যাপ করতে হবে।

    MORE
    GALLERIES

  • 49

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    তারপর যেতে হবে Account –এ। সেখানে Delete my account নির্বাচন করতে হবে। এর পরে নিজের ফোন নম্বর লিখতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ওই ব্যবহারকারী সত্যিই তাঁর অ্যাকাউন্ট মুছতে চান।

    MORE
    GALLERIES

  • 59

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    অন্যদিকে, যদি কোনও Android ব্যবহারকারী WhatsApp থেকে তাঁর অ্যাকাউন্টটি মুছে ফেলতে চান তবে তাঁকে প্রথমে নিজের ফোনে WhatsApp খুলতে হবে। তারপর উপরের ডান কোণ থেকে তিন-বিন্দুতে আলতো চাপ দিয়ে Settings অপশনে যেতে হবে।

    MORE
    GALLERIES

  • 69

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    এর পরে Account-এ যেতে হবে এবং তারপরে Delete my Account নির্বাচন করুন। এর পরে ওই ব্যবহারীকারীকে নিজের দেশের কোড-সহ নিজের ফোন নম্বর লিখতে হবে এবং অ্যাকাউন্ট মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে।

    MORE
    GALLERIES

  • 79

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    এর পরে Account-এ যেতে হবে এবং তারপরে Delete my Account নির্বাচন করুন। এর পরে ওই ব্যবহারীকারীকে নিজের দেশের কোড-সহ নিজের ফোন নম্বর লিখতে হবে এবং অ্যাকাউন্ট মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে।

    MORE
    GALLERIES

  • 89

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    আজকাল বেশির ভাগ মানুষই ডেস্কটপেও WhatsApp ব্যবহার করেন। সেক্ষেত্রেও অ্যাকাউন্ট মুছে ফেলতে ফোনের সাহায্য নিতে হবে। কোনও ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্ট মুছে ফেলার পরে, অ্যাকাউন্টের সমস্ত তথ্য মুছে ফেলতে WhatsApp প্রায় ৯০ দিন পর্যন্ত সময় নিতে পারে।

    MORE
    GALLERIES

  • 99

    WhatsApp থেকে মুক্তি পেতে অ্যাপ আন-ইনস্টল করাই যথেষ্ট নয়! দেখে নিন কী কী করতে হবে

    মনে রাখতে হবে একবার অ্যাকাউন্ট মুছে গেলে তা আর ফিরে আসবে না। WhatsApp-এ ফিরে আসতে গেলে আবার নতুন ব্যবহারকারী হিসেবে আসতে হবে।

    MORE
    GALLERIES