WhatsApp-এর নয়া ফিচার! এবার ভয়েস নোট মেসেজ সহজেই বদলে যাবে টেক্সটে, কীভাবে ব্যবহার করবেন? জানুন
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: ভয়েস মেসেজ বদলে যাবে লেখায়, দেখে নিন কীভাবে ব্যবহার করবেন WhatsApp-এর এই নয়া ফিচার
প্রথম দিকে টেক্সটিং প্ল্যাটফর্ম হিসেবেই দেখা দিয়েছিল WhatsApp। তার পর এতে এল ভয়েস কলের সুবিধা। ধীরে ধীরে আরও উন্নত আপডেটের চাহিদায় জুড়ল ভিডিও কলের ফিচারও। কিন্তু এতেই ব্যাপারটা থেমে থাকল না। অনেকেই আছেন যাঁরা টাইপ করতে পারেন না বা করতে পছন্দ করেন না। এমন ইউজারদের জন্য Meta-মালিকানাধীন সংস্থা নিয়ে এল ভয়েস নোটের বিকল্প, যাকে আমরা বেশিরভাগই ভয়েস মেসেজ বলে থাকি।
advertisement
advertisement
ব্যাপারটা তাহলে কী হতে চলেছে? কষ্ট করে আর টাইপ করতে হবে না? বার্তা রেকর্ড করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে? একমাত্র শেষের প্রশ্নটার উত্তর আংশিকভাবে হ্যাঁ হবে! আসলে WhatsApp-এর এই নতুন ভয়েস নোট ট্রানস্ক্রিপ্ট ফিচার বার্তা পাঠানোর ক্ষেত্রে কাজ করবে না, অন্তত এখনই নয়। যেটা হবে তা পুরোপুরি রিসিভ করা ভয়েস নোটের উপরে।
advertisement
মানে, একটা ভয়েস মেসেজ এল, এখন কেউ যদি জনবহুল জায়গায় থাকেন যেখানে চারপাশের আওয়াজের ওই মেসেজের ভয়েস ঢেকে দিচ্ছে, তাহলে কী এসেছে তা জানার জন্য ইউজার এই ভয়েস নোট ট্রানস্ক্রিপ্ট ফিচার ব্যবহার করতে পারবেন। এর জন্য এই সেটিংস ফলো করতে হবে- WhatsApp Settings > Chats > Voice message transcripts। এবার নিজের দরকার মতো ট্রানস্ক্রিপশন ফিচার টগলের মাধ্যমে অফ/অন করে নিলেই হল।
advertisement
advertisement
advertisement