WhatsApp Payments: ইলেকট্রিক বিল পেমেন্ট এবার WhatsApp-এই, চালু নয়া ফিচার! কী ভাবে জানেন? ধাপে ধাপে শিখে নিন পদ্ধতি

Last Updated:
WhatsApp Payments: খুব শীঘ্রই WhatsApp-এর মাধ্যমে বিল পেমেন্ট এবং মোবাইল রিচার্জ করতে পারবেন ভারতীয়রা, জেনে নিন কীভাবে |
1/7
সারা বিশ্বে এমনিতেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। এবার সাম্প্রতিক কিছু সময়ের জন্য UPI-এর মাধ্যমে মোবাইল পেমেন্ট করার সুবিধা প্রদান করছে WhatsApp। ফলে তাদের মুকুটে এক নতুন পালক জুড়তে চলেছে।
সারা বিশ্বে এমনিতেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। এবার সাম্প্রতিক কিছু সময়ের জন্য UPI-এর মাধ্যমে মোবাইল পেমেন্ট করার সুবিধা প্রদান করছে WhatsApp। ফলে তাদের মুকুটে এক নতুন পালক জুড়তে চলেছে।
advertisement
2/7
কিন্তু বর্তমানে তা অফিসিয়াল ভাবে ভারতে লঞ্চ করার অনুমতি পেয়েছে। আর এর অর্থ হল, বিদ্যুৎ এবং নিজের মোবাইল রিচার্জের মতো পরিষেবার জন্য পেমেন্ট সাপোর্ট করবে WhatsApp। আসলে আমাদের দেশে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে UPI। কারণ খুব সহজেই ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে এতে। আর সমস্তটাই হয় একেবারে নিরাপদে।
কিন্তু বর্তমানে তা অফিসিয়াল ভাবে ভারতে লঞ্চ করার অনুমতি পেয়েছে। আর এর অর্থ হল, বিদ্যুৎ এবং নিজের মোবাইল রিচার্জের মতো পরিষেবার জন্য পেমেন্ট সাপোর্ট করবে WhatsApp। আসলে আমাদের দেশে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে UPI। কারণ খুব সহজেই ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে এতে। আর সমস্তটাই হয় একেবারে নিরাপদে।
advertisement
3/7
আর গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এই প্রতিযোগিতায় থাকতে চায় WhatsApp। দীর্ঘ সময় ধরে যাতে ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্যই মূলত এই পদক্ষেপ। তবে এই ফিচার বিটা পর্যায়ে এখনও আসেনি। WhatsApp-এর একটি APK ব্রেকডাউনে দেখা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে যে, অফিসিয়াল রোল আউটে খুব একটা বেশি দেরি নেই।
আর গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এই প্রতিযোগিতায় থাকতে চায় WhatsApp। দীর্ঘ সময় ধরে যাতে ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্যই মূলত এই পদক্ষেপ। তবে এই ফিচার বিটা পর্যায়ে এখনও আসেনি। WhatsApp-এর একটি APK ব্রেকডাউনে দেখা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে যে, অফিসিয়াল রোল আউটে খুব একটা বেশি দেরি নেই।
advertisement
4/7
WhatsApp বিল পেমেন্ট সাপোর্ট: কেন এটা বড় ঘটনা হতে চলেছে? এমনিতে WhatsApp একটি বহুমুখী প্ল্যাটফর্ম। বর্তমানে এর মাধ্যমে ভিডিও কল করা যায়। সেই সঙ্গে আরও নানা কাজ করা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল - ইভেন্ট ক্রিয়েট করা, কাজের জন্য গ্রুপ মিটিং করা, এআই-এর মাধ্যমে ছবি জেনারেট করা ইত্যাদি।
WhatsApp বিল পেমেন্ট সাপোর্ট: কেন এটা বড় ঘটনা হতে চলেছে? এমনিতে WhatsApp একটি বহুমুখী প্ল্যাটফর্ম। বর্তমানে এর মাধ্যমে ভিডিও কল করা যায়। সেই সঙ্গে আরও নানা কাজ করা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল - ইভেন্ট ক্রিয়েট করা, কাজের জন্য গ্রুপ মিটিং করা, এআই-এর মাধ্যমে ছবি জেনারেট করা ইত্যাদি।
advertisement
5/7
এবার থেকে যাঁরা ভারতে থাকেন, তাঁরা এই UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেই অনুমতিই দিচ্ছে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপ। যা খুব শীঘ্রই বিল পেমেন্টের মতো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।
এবার থেকে যাঁরা ভারতে থাকেন, তাঁরা এই UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেই অনুমতিই দিচ্ছে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপ। যা খুব শীঘ্রই বিল পেমেন্টের মতো পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।
advertisement
6/7
ভারতে রয়েছেন ৪০০ মিলিয়নেরও বেশি WhatsApp ব্যবহারকারী। আর বছরের পর বছর ধরে তাঁদের বিল পেমেন্টের জন্য অন্যান্য অ্যাপের উপর নির্ভরশীল থাকতে হয়েছে। আর একই অ্যাপের মধ্যে থেকে পেমেন্ট করতে পারার বিষয়টা কিন্তু WhatsApp এবং Meta-র জন্য তা ভাল ডিল হতে পারে।
ভারতে রয়েছেন ৪০০ মিলিয়নেরও বেশি WhatsApp ব্যবহারকারী। আর বছরের পর বছর ধরে তাঁদের বিল পেমেন্টের জন্য অন্যান্য অ্যাপের উপর নির্ভরশীল থাকতে হয়েছে। আর একই অ্যাপের মধ্যে থেকে পেমেন্ট করতে পারার বিষয়টা কিন্তু WhatsApp এবং Meta-র জন্য তা ভাল ডিল হতে পারে।
advertisement
7/7
নিজের বিদ্যুৎ, গ্যাস, মোবাইল অথবা জলের বিল দেওয়ার সুবিধা মূলত ব্যবহারকারীদের জন্য ভালই হবে। আর ব্যবহারকারীরা কীভাবে এই সমস্ত ফিচারের জন্য সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপের উপর ভরসা রাখেন, সেটাই এখন দেখার বিষয়। মনে করা হচ্ছে যে, UPI পেমেন্ট পরিষেবার সাহায্যে বাজারে পুনর্নবীকরণ ধাক্কা আনবে WhatsApp। আর আরও নানা ধরনের ফিচার অন্তর্ভুক্ত করার বিষয়ে আশা রাখা হচ্ছে।
নিজের বিদ্যুৎ, গ্যাস, মোবাইল অথবা জলের বিল দেওয়ার সুবিধা মূলত ব্যবহারকারীদের জন্য ভালই হবে। আর ব্যবহারকারীরা কীভাবে এই সমস্ত ফিচারের জন্য সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপের উপর ভরসা রাখেন, সেটাই এখন দেখার বিষয়। মনে করা হচ্ছে যে, UPI পেমেন্ট পরিষেবার সাহায্যে বাজারে পুনর্নবীকরণ ধাক্কা আনবে WhatsApp। আর আরও নানা ধরনের ফিচার অন্তর্ভুক্ত করার বিষয়ে আশা রাখা হচ্ছে।
advertisement
advertisement
advertisement