WhatsApp New Feature: আর মিসড কল নিয়ে চিন্তা নয়! হোয়াটসঅ্যাপে আসছে নতুন ভয়েস মেসেজ ফিচার
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
খুব শীঘ্রই এই মেসেজিং অ্যাপটি একটি প্রয়োজনীয় টুল প্রদান করছে। যার জেরে আর WhatsApp কল মিস করবেন না ব্যবহারকারীরা।
advertisement
advertisement
advertisement
কলের জন্য WhatsApp Voice Message: কলের জন্য এই নয়া Voice Message অপশন চিহ্নিত করা হয়েছে লেটেস্ট WhatsApp Android beta 2.25.23.21 ভার্সনে। ব্যবহারকারীরা ভয়েস কল বাবল-এর আওতায় এই নতুন ফিচারটি দেখতে পাবেন। নতুন Record voice message বাটনটি ব্যবহারকারীকে মেসেজ পাঠানোর অনুমতি দেবে। যা তাঁদের চ্যাট স্ক্রিনে ভেসে উঠতে পারে। কল ক্যান্সেল এবং কল এগেইন আইকনের মধ্যবর্তী কল ইন্টারফেসেও দেখা যাবে রেকর্ড মেসেজ আইকনটি।
advertisement
advertisement
advertisement
WhatsApp-এর লেটেস্ট যে আপডেট নিয়ে কথা হচ্ছে, সেই লেটেস্ট আপডেট ব্যবহারকারীদের মিটিং শিডিউল করার অনুমতি দেবে। বিষয়টা হবে অনেকটা Google Meet এবং Zoom-এর মতোই। এমনকী মিটিং শুরু হওয়ার সময় লিস্টে অন্তর্ভুক্ত ব্যক্তিদেরও অবহিত করা হবে। সকলে লিঙ্ক ব্যবহার করে মিটিংয়ে জয়েন করলে যে ব্যক্তি কলটি সেট-আপ করছেন, তাঁর কাছেও অ্যালার্ট পাঠানো হবে।