WhatsApp Update: WhatsApp-এ ছবি শেয়ার করা হবে আরও মজাদার! আসছে এই 'বিশেষ' AI ফিচার, জানুন কীভাবে কাজ করবে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
যদিও জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি Meta AI-এর ব্যবহারকে আরও উন্নত করার চেষ্টা করেই চলেছে। ব্যবহারকারীর প্রদান করা কন্টেন্টের সঙ্গে এটিকে ইন্টারঅ্যাক্ট করতেও সাহায্য করবে।
প্রত্যেক দিন নতুন করে যেন শক্তিশালী হচ্ছে WhatsApp এবং Meta AI। শীঘ্রই আমরা পেতে চলেছি একটি ডেডিকেটেড এআই ট্যাব। যা নতুন এআই চ্যাটবট তৈরিতে সহায়তা করবে। যদিও জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি Meta AI-এর ব্যবহারকে আরও উন্নত করার চেষ্টা করেই চলেছে। ব্যবহারকারীর প্রদান করা কন্টেন্টের সঙ্গে এটিকে ইন্টারঅ্যাক্ট করতেও সাহায্য করবে।
advertisement
advertisement
WhatsApp Meta AI আপগ্রেড আসছে: রইল বিস্তারিত তথ্য - ছবি এবং ডকুমেন্ট ভাগ করে নেওয়ার জন্য WhatsApp-এ Meta AI এই ফিচারটি পরীক্ষা-নিরীক্ষা করছে। একটি ছবি ফরওয়ার্ড করে ব্যবহারকারী মেটা এআই-এর সঙ্গে একটি প্রম্পট শেয়ার করতে পারেন। সেই সঙ্গে 'এই ছবিটি কি আসল, না কি ছবিতে কী আছে, তা বর্ণনা করতে পারেন? - এই ধরনের কনটেক্সটেরও সন্ধান করতে পারেন।
advertisement
advertisement
তা সত্ত্বেও Meta কেবল সেই বার্তাগুলিই পড়তে পারে, যা ব্যবহারকারীরা Meta-র সঙ্গে ভাগ করে নেন। যা মেসেজের মূল অংশের সঙ্গে শর্তাবলীতেও উল্লেখ করা হয়েছে যে, মেটা এআই-তে প্রেরিত বার্তাগুলি এর সিস্টেম উন্নত করার জন্য ব্যবহার করা যেতে পারে। একটি সীমিত গ্রুপের সঙ্গে ফিচারটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু আগামী কয়েক মাসে সংস্থা থেকে আমরা কিছু আপডেট আশা করতে পারি।
advertisement
ব্যবহারকারীরা কীভাবে এই ফিচারটিকে দেখছেন, সেই পরিস্থিতির উপরেও প্রভাব ফেলে এই পরিস্থিতি। মেসেজিং অ্যাপে এআই টুলের উপর ভরসা করা উচিত কি না, তা দুবার ভাবতে সহায়তা করবে। যেরকম আগেই বলা হয়েছিল যে, WhatsApp খুব শীঘ্রই একটি ট্যাব পেতে চলেছে। যা ব্যবহারকারীকে একটি নতুন এআই চ্যাটবট নির্মাণ করতে সহায়তা করবে। আর এটার জন্য কোডিং জানার প্রয়োজন হবে না। ব্যবহারকারী যে এআই চ্যাটবটটি তৈরি করবেন, সেটি তাঁর কনভার্সেশন পার্টনার হয়ে উঠতে পারে।