WhatsApp New Feature: থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এবার হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি স্ক্যান করে পাঠানো যাবে কাগজপত্র ! আসছে নয়া ফিচার
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: এবারে WhatsApp বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে ইউজাররা অ্যাপের মধ্যেই ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন।
WhatsApp বিগত কয়েক বছর ধরেই ক্রমাগত নানা ফিচার যোগ করে চলেছে। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে এই অ্যাপ প্রায় প্রত্যেক সিজনেই নতুন ফিচার যোগ করে থাকে। এবারে WhatsApp বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে ইউজাররা অ্যাপের মধ্যেই ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। iOS ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ফিচারটি ব্যবহার করছেন। সম্প্রতি WhatsApp অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও এই ফিচারটি নিয়ে আসতে চলেছে।
advertisement
WhatsApp অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা এই নতুন ফিচারের সাহায্যে অ্যাপের মধ্যেই যে কোনও ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। যাই হোক, এই ফিচারটি এর আগে থেকেই মেটা মালিকানাধীন অ্যাপে উপলব্ধ রয়েছে। ইতিমধ্যেই iOS ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করছেন। এই নতুন ফিচারটি যোগ হওয়ার ফলে অ্যান্ড্রয়েড ইউজারদের ডকুমেন্ট স্ক্যান করার জন্য আর কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না, যা একদিকে যেমন WhatsApp ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে, তেমনই ডকুমেন্ট স্ক্যানিংয়ের কাজও সহজ করে দেবে।
advertisement
ডকুমেন্ট স্ক্যানিং ফিচারটি প্রথম WhatsApp বিটার অ্যান্ড্রয়েড ভার্সন 2.25.18.29-এ দেখা গিয়েছিল, বিশেষ করে যখন এটি প্রাইমারি লেভেলে ছিল। এখন এই ফিচারটি পাবলিক টেস্টিংয়ের জন্যও উপলব্ধ করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করার পরে অনেক বিটা ব্যবহারকারীরাই এই নতুন ফিচারটি ব্যবহার করার কথা জানিয়েছেন।
advertisement
কীভাবে ব্যবহার করা যাবে এই ফিচারটি - সাম্প্রতিক আপডেটের পরে অ্যাটাচমেন্ট মেনুতে একটি নতুন 'স্ক্যান ডকুমেন্ট' ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারটি ইতিমধ্যে বিদ্যমান 'ব্রাউজ ডকুমেন্টস' এবং 'সিলেক্ট ফ্রম' অপশনগুলিতে দেখা যাচ্ছে। এই নতুন ফিচারটিতে ট্যাপ করলে ইউজারদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্যামেরা খুলে যাবে, যার ফলে তাঁরা সরাসরি ডকুমেন্টের একটি ছবি তুলতে এবং শেয়ার করতে পারবেন।
advertisement
advertisement
ছবি ক্যাপচার করার পরে, WhatsApp সঙ্গে সঙ্গে ওই ইমেজটি প্রসেস করবে এবং এটিকে পিডিএফ ফর্ম্যাটে রূপান্তরিত করবে। এটি ফাইলটিকে তাৎক্ষণিক ভাবে পার্সোনাল চ্যাট বা গ্রুপ মেসেজে শেয়ার করার অনুমতিও দেওয়া হবে। সম্পূর্ণ স্ক্যানিং এবং রূপান্তর প্রক্রিয়াটি ইউজারের ফোনেই সম্পন্ন হবে, অ্যান্ড্রয়েডের নেটিভ ডকুমেন্ট ক্যাপচার এপিআই ব্যবহার করেও এটি করা যাবে।